avertisements 2

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়া প্রবাসীদের সৌজন্য সাক্ষাত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০১৯ | আপডেট: ০২:৫৬ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

গত ১৭ ডিসেম্বর সকালে অস্ট্রেলিয়া প্রবাসীদের একটি দল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী  ড. এ কে আব্দুল মোমেন  সাথে তার অফিসে সৌজন্য সাক্ষাত করেন। তারা বাংলাদেশ থেকে ছাত্র-ছাত্রীদের অস্ট্রেলিয়া যেতে ভারতে গিয়ে ভিসা করানোর পরিবর্তে যাতে ঢাকা থেকেই ভিসা করার ব্যবস্হা, বাংলাদেশ সরকারের মাধ্যমে (স্টেইট স্পন্সর) যাতে ছাত্র-ছাত্রীরা উন্নত বিশ্বে শিক্ষার জন্যে যাওয়ার ব্যবস্হা, বিভিন্ন ভোকেশনাল শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ার গমনের জন্যে ব্যবস্হা, দেশেই ভোকেশনাল ও টেকনিক্যাল শিক্ষা দিয়ে কিভাবে উন্নত বিশ্বে বিশেষ করে আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপ, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ইত্যদি দেশে দক্ষ অভিবাসী পাঠানো যায় তার জন্যে পদক্ষেপ নেওয়া সহ  বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন।   

মন্ত্রী  প্রবাসীদের কথা মনযোগ সহকারে শোনেন এবং একটি প্রস্তাব পত্র তৈরী করে প্রবাসী কল্যান মন্ত্রীর সাথে কথা বলার জন্যে পরামর্শ দেন এবং উনাকে একটি কপি দেয়ার জন্যে অনুরোধ করেন। এই সময় প্রবাসীরা অস্ট্রেলিয়ার সিডনিতে কনস্যুলার সার্ভিস শুরু করার জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানান এবং মেলবোর্নে ও কনস্যুলার সার্ভিস শুরু করার জন্যে অনুরোধ করেন। এসময় অস্ট্রেলিয়া প্রবাসীদের উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অফ মেলবোর্নের রিসার্চ ফেলো মোল্লা হক, ফয়সাল মতিন , ডাঃ একরাম ও শামসুদ্দিন খান রবিন ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2