বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার ৪৮ তম বিজয় দিবস পালন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০১৯ | আপডেট: ০৩:৫৬ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
গত ১৬ ই ডিসেম্বর বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়া বাংলাদেশের মহান ৪৮ তম বিজয় দিবস পালন করে | সিডনির রকডেলে বনলতা রেস্টুরেন্টে এ আয়োজনে বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়াস্থ বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ সহ অন্যান্য অঙ্গসংঘঠন, লেখক, সাংবাদিক ও বরণ্যে ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন |
সংগঠনের সভাপতি বিশিষ্ট আইনজীবী সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক পি এস চুন্নু | প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি ড. রতন কুন্ডু | মহান মুক্তিযুদ্ধে সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় |
এর পরপরই সব শহীদদের আত্মার শান্তির জন্য দোআ পাঠ করা হয় | এরপর সব সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন | অনুষ্ঠান শেষে আগত অতিথিদের সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয় |