avertisements 2

ভিক্টোরিয়া বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে বিজয় দিবস পালন 

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০১৯ | আপডেট: ০৬:৫৬ এএম, ৮ আগস্ট,শুক্রবার,২০২৫

Text

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে ভিবিসিএফ প্রাঙ্গনে আজ ১৬ ডিসেম্বর  এক আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে ছোট্ট পরিসরে ‘বিজয় দিবস’ পালিত হলো |‘ওয়েস্টার্ন রিজিওন বাংলা স্কুল’ এর বাচ্চাদের এবং ‘প্রবাসধ্বনি’র শিল্পীদের গান, আবৃত্তি ও বক্তব্যদানই ছিল অনুষ্ঠানের মূল আকর্ষন।

এছাড়াও এ বিজয় দিবস উদযাপন-অনুষ্ঠানে বক্তব্যদান করেন ভিবিসিএফ এর প্রেসিডেন্ট  ইউসুফ আলী এবং ওয়েস্টার্ন রিজিওন বাংলা স্কুলের প্রিন্সিপ্যাল মোর্শেদ কামাল। অনুষ্ঠানের শেষপ্রান্তে ‘টার্ম এন্ডিং’ ঘোষণার আগে বাচ্চাদের ফাইনাল পরীক্ষার ফলাফল এবং সার্টিফিকেট বিতরণ করা হয়| সবশেষে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রজেক্টরের মাধ্যমে চালু করে দিয়ে, অনুষ্ঠানে উপস্থিত সকলকে সুশৃঙ্খলভাবে পিজা সহকারে আপ্যায়ন করেন ভিবিসিএফ কাউন্সিলের সদস্যবৃন্দ|

বিষয়:

আরও পড়ুন

avertisements 2