avertisements 2

সিডনিতে বিশিষ্ট কবি পারভীন রেজার অনুবাদিত কবিতার বই এর মোড়ক উন্মোচন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০১৯ | আপডেট: ০৪:৫৭ পিএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

প্রেম, প্রকৃতি ও বোধের কবি পারভীন রেজা। গত ১৯ নভেম্বর সন্ধ্যায় অস্ট্রেলিয়ার সিডনির  স্হানীয় ফাংশন সেন্টারে  ইংরেজিতে অনুবাদিত তার কবিতার বই এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। THE POETRY OF PARVIN REZA  নামক বইটি  প্রকাশনা করে  FIVE  SENSES, AUSTRALIA l   

বিশিষ্ট কবি পারভীন রেজা বইটি  বাংলাদেশের  প্রধানমন্ত্রী  শেখ হাসিনাকে উৎসর্গ করেন l সম্মিলিতভাবে মোড়ক উন্মোচন করেন  ক্যান্টারবেরি   ব্যাংকটাউন এর  সাবেক ডেপুটি মেয়র কার্ল সালেহ,  ’উইমেন অফ দ্য  ইয়ার  পুরস্কারপ্রাপ্ত  পলিন গলগার,  ক্যামেলিয়া ইন্টারন্যাশনাল কলেজের প্রিন্সিপাল   কোষবিন্দর কর, ল্যাকেম্বা ব্রাঞ্চ  লেবার পার্টির  সেক্রেটারি  জামিল হোসেনসহ বাংলাদেশী কমিউনিটির   বিভিন্ন সংগঠন এবং সাংস্কৃতিক  অঙ্গনের নেতৃবৃন্দ l

প্রকাশক এর পক্ষে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবিত রিজভী শাওনl অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে  নতুন বই এর বিভিন্ন কবিতা  পাঠ করেন  অস্ট্রেলিয়ার শ্যাডো মিনিস্টার অফ  আর্ট  এবং  ফেডারেল এমপি  টনি বার্ক,  নিউ সাউথ ওয়েলস রাজ্যের  এমপি এবং  শ্যাডো মিনিস্টার অফ  অ্যাসিস্টিং মাল্টিকালচারাল অ্যাফেয়ার্স  জিহাদ  দিব,  নিউ সাউথ ওয়েলস রাজ্যের  ক্যান্টারবেরির এমপি  এবং   শ্যাডো মিনিস্টার অফ বেটার পাবলিক সার্ভিস  শফি কটসিস l  তারা কবির ভূয়শী প্রশংসা করেন এবং  একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা উপলক্ষে অস্ট্রেলিয়া সফরে আমন্ত্রণ জানান l 

ভিডিও কনফারেন্সের মাধ্যমে কবি পারভিন রেজা কবিতা পাঠ করেন এবং  প্রবাসী  বাঙ্গালীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, প্রবাসী ভাই বোনেদের এই আয়োজনে অভিভূত l  এটা আমার জীবনের অবিশ্বাস্য উপহার।  উপস্থিত বাঙালি   কমিউনিটির পক্ষে   কবির জীবন এবং বইটি নিয়ে আলোচনা করেন  বিশিষ্ট লেখক  এবং কবি আকিদুল ইসলাম,  ডক্টর রতন কুন্ডু  এবং অ্যাডভোকেট সিরাজুল হক l  ভিডিও কনফারেন্সের মাধ্যমে  কবির সন্তান ব্যারিস্টার শেখ রাসেল এবং  লন্ডনে অবস্থানরত সাদিয়া করিম  স্নিগ্ধা  কবিকে  আবেগঘন অভিনন্দন জানান l  অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন  পিএস   চুন্নু, আব্দুল বারেক খান রতন এবং বিলকিস জাহান l

অনুষ্ঠানে সকলে কবির কবিতার  ভূয়সী প্রশংসা করেন। মোড়ক উন্মোচনের অনুষ্ঠানের বিরতিতে ছিলো সাংস্কৃতিক পরিবেশনা। উপস্হাপনা করেন সেলিমা বেগম । পূরবী পারমিতা বোস, মিঠু স্বপ্ন সহ শিশু শিল্পীরা সংঙ্গীত, কবিতা  আবৃত্তির বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহন করেন।  প্রসঙ্গত পারভীন রেজা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের সহধর্মীনি । তিনি একাধারে কবি, প্রাবন্ধিক, সাহিত্যিক ও সমসাময়িক লেখিকা।তিনি স্কুল জীবন থেকে লেখা লেখি শুরু করেন।  জাতীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা সমুহে নিয়মিত ভাবে লেখালেখি করেন।সাহিত্যের প্রতিটি শাখায় রয়েছে তার অবাধ বিচরণ।

১৯৯৯ সালে তার প্রথম কাব্যগ্রন্থ “নীহারিকা” প্রকাশ পায়। কাব্যগ্রন্থটি পাঠক মহলে ব্যাপক সমাদৃত হয়। ২০১০ সালে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক “এবং যুদ্ধ” কাব্যগ্রন্থ “দূরের আমি” প্রকাশিত হয়। ২০১১ সালে প্রকাশিত হয় কাব্যগ্রন্থ “ডানা ভাংগা পাখি”, “প্রিয় শিমুল” ২০১৬, “নোনাজল” ২০১৮, “ডাকাতিয়া জল” ২০১৯ এবং গল্পগ্রন্থ: “প্রিয়জন” ২০১৫। টেলিভিশনের জন্য তার গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে প্যাকেজ নাটক “অসহায় আলো”

বিষয়:

আরও পড়ুন

avertisements 2