ডাঃ নুজহাত চৌধুরীর সাথে অস্ট্রেলিয়া আওয়ামী লীগ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ নভেম্বর,শনিবার,২০১৯ | আপডেট: ০৬:০৭ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও শহীদ বুদ্ধিজীবী ডাঃ আলীম চৌধুরীর কন্যা ডাঃ নুজহাত চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত ও মত বিনিময় করেন অস্ট্রেলিয়া আওয়ামীলীগের নেতৃবৃন্দ। অস্ট্রেলিয়া আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা ডাঃ একরাম চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল গত ১২ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সিডনির একটি হোটেলে এই বৈঠকে অংশ গ্রহণ করেন।
বৈঠকেে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, স্বাধীনতা বিরোধী ও ১৯৭১ সালের পরাজিত অপশক্তি সমূহের দেশী বিদেশী ষড়যন্ত্র মোকাবিলায় কর্মপন্হা নিয়ে আলোচনা করা হয় এবং শহীদ জননী জাহানারা ইমামের হাতে গড়া সংগঠন ঘাতক দালাল নির্মূল কমিটির কার্যক্রম কে অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রসারিত করতে অস্ট্রেলিয়া আওয়ামী লীগ নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করা হয়।
এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন ডাঃ নুজহাত চৌধুরীর স্বামী ডাঃ মামুন আল মাহ্তাব, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল মতিন, কোষাধ্যক্ষ ডেভিড বালা সহ অন্যান্য নেতৃবৃন্দ। অস্ট্রেলিয়া আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল তালুকদার প্রেরিত এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।