দেশের মত প্রবাসের আওয়ামী লীগ রাজনীতিতে শুদ্ধি অভিযান চালাতে হবে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ নভেম্বর,সোমবার,২০১৯ | আপডেট: ০১:৫৬ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
৩ নভেম্বর ২০১৯, রবিবার সন্ধ্যা সাতটায় জেল হত্যা দিবস উপলক্ষ্যে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম বেলালের সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলোকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল হাসনাৎ মিল্টন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহিউদ্দিন, আরিফুর রহমান, নোমান শামীম, ওবায়দুল হক, খালিদ হাবিব, তৌহিদুর রহমান সজিব, নাজিউল করিম খান আকিব, সাইফুল ইসলাম, মোহাম্মদ মুনীর হোসেন, নুরউদ্দিন, জমির আহমেদ, আইভি রহমান, জাকির প্রধানীয়া, সাংবাদিক আবুল কালাম আজাদ, আইনজীবী নির্মল তালুকদার, এবং এমদাদ হক। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুসহ জাতীয় চারনেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু হত্যা এবং জেলহত্যা বিচ্ছিন্ন কোন ঘটনা নয়, বরং পরস্পর সম্পর্কযুক্ত। এই পরিকল্পিত হত্যাকাণ্ডসমূহের মধ্য দিয়ে খুনী মোশতাক-জিয়া চক্র বাংলাদেশকে পাকিস্তানী ধারায় ফিরিয়ে নেবার, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে ব্যর্থ করার অপচেষ্টা করেছিল। সময়ের পরিক্রমায় আজ সত্য প্রকাশিত, ইতিহাসের আস্তাকুড়ে ঘাতক মোশতাক-জিয়া নিক্ষিপ্ত। আজ উইকিপিডিয়া, গুগুলে খুঁজলেও প্রকৃত ইতিহাস জানা যায়। জাতীয় চার নেতা জেলখানায় জীবন দিয়ে দেশ, দল ও নেতৃত্বের প্রতি তাদের আনুগত্যের প্রমান দেন। আজকের প্রেক্ষিতে, শেখ হাসিনার পাশেও আজ একাধিক বিশ্বস্ত নেতার প্রয়োজন। বিশ্বায়নের যুগে আমরা অস্ট্রেলিয়া থেকেই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাবো।
বাংলাদেশের চলমান দুর্নীতি বিরোধী অভিযানের প্রতি সমর্থন জানিয়ে বক্তারা বলেন, দেশের মত প্রবাসের আওয়ামী লীগেও শুদ্ধি অভিযান প্রয়োজন। অস্ট্রেলিয়া আওয়ামী লীগের নামে আদম পাচার, হুণ্ডি, রোহিঙ্গা ভিসা কেলেংকারি, ক্যাসিনোসহ নানান অপকর্মে জড়িত দুর্বৃত্তদের দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রতি জোরালো দাবী জানান।-সংবাদ বিজ্ঞপ্তি