avertisements 2

বাংলাদেশ ফোরাম  অস্ট্রেলিয়া সাধারন সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ নভেম্বর,রবিবার,২০১৯ | আপডেট: ০১:৫৪ এএম, ৪ এপ্রিল,শুক্রবার,২০২৫

Text

গত ২৭ অক্টোবর বিকালে সিডনির ম্যাকূয়রী ফিল্ডে বাংলাদেশ ফোরাম  অস্ট্রেলিয়ার সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির সভাপতি এইচ এম মহসিন এর সভাপতিত্বে, আরো যারা উপস্থিত ছিলেন তারা হলেন সংগঠনের সহ-সভাপতি সৈয়দ হারিস মিয়া,  যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ ফুয়াদ করিম ফাতেমী, কোষাধ্যক্ষ রুহুল আমিন, মহিলা বিষয়ক সম্পাদক আফরিন জাহান, সহ মহিলা বিষয়ক সম্পাদক মুনমুন মুক্তা, দিলারা জাহান, দিদারুল আলম,  শামীমা ইসলাম শম্পা, আউয়াল খান প্রমুখ। 

এছাড়া টেলি কনফারেন্সে সভায় অংশগ্রহন করেন সংগঠনের সহ-সভাপতি জুনায়দুর রহমান অনন্ত ও সাধারন সম্পাদক আশিক আহমেদ সৌরভ।  সভায় সংগঠনের কার্যক্রমকে গতিশীল রাখার জন্য বেশ কিছু সিদ্বান্ত গ্রহণ করা হয় এবং দিলারা জাহানকে সহ সভাপতি,  শামীমা ইসলাম শম্পা ও জেনিন নূরকে নির্বাহী সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করা হয়।  প্রসঙ্গত বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় আগত অভিবাসী, বিশেষ করে নবাগত ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সেবা প্রদানের লক্ষ্য নিয়ে  ২০১৫ সাল থেকে  বাংলাদেশ ফোরাম অফ অস্ট্রেলিয়া কাজ করে যাচ্ছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2