avertisements 2

২৭ অক্টোবর সিডনিতে সখের থিয়েটার এর উদ্যোগে অভিনয় কর্মশালা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ অক্টোবর,মঙ্গলবার,২০১৯ | আপডেট: ০৪:০৩ পিএম, ২২ ফেব্রুয়ারী,শনিবার,২০২৫

Text

সিডনিতে “বাঙলা নাটকের শাশ্বত সুর ছড়িয়ে দাও বহুদুর” শ্লোগান নিয়ে সিডনির নাট্য সংগঠন ‘সখের থিয়েটার ‘তাদের দ্বিতীয় মঞ্চ নাটকের জন্য অভিনয় কর্মশালা’র আয়োজন করেছে। আগামী ২৭ অক্টোবর (রবিবার) বেলমোর কমিউনিটি হলে সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এই কর্মশালা চলবে।  সিডনি ও ক্যানবেরাতে কঞ্জুস নাটকের সফল মঞ্চায়নের পর ,আগামী প্রযোজনার জন্য নতুন নাট্যকর্মী খুঁজতে এই অভিনয়  কর্মশালার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কর্মশালায় অংশ নিতে আগ্রহীরা কর্মশালার রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন নিম্নলিখিত যে কোনো নম্বর এ- শাহীন শাহনেওয়াজ ০৪১২ ৩৬৬ ০৯৩,  শাহীন আক্তার স্বর্ণা ০৪০৬ ৭৯০ ৮৫৬ ও  আফসানা রুচি ০৪০২ ১৯৬০১৫

বিষয়:

আরও পড়ুন

avertisements 2