avertisements 2

‘মিউজিক ফেস্ট-২০১৯’ অংশ নিতে সিডনিতে আসছেন মাইলস্ ও অর্ণব

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ অক্টোবর,মঙ্গলবার,২০১৯ | আপডেট: ০৬:০৯ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

আগামী ১৯ অক্টোবর গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্টের উদ্যোগে সিডনির নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির সায়েন্স থিয়েটার হলে মাইলস্ ও অর্ণবের সুরের মূর্ছনায় জমকালো ‘মিউজিক ফেস্ট ২০১৯’ আয়োজন হতে যাচ্ছে। এই মিউজিক ফেস্টকে সামনে রেখে গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্ট ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় সিডনির গ্রামীণ চটপটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

আয়োজকরা অনুষ্ঠানটির বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে মাইলস ও অর্ণব ছাড়াও গতবছর অংশ নেওয়া নেওয়া জনপ্রিয় ডিজে রাফসানও থাকবে এ বছর। মিউজিক ফেস্ট বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে আয়োজকদের একজন এনামুল হক বলেন, আবহাওয়ার চিন্তাটা মাথায় রেখে তারা ইন্ডোরে আয়োজন করছেন। কেননা আগে থেকেই ওই দিনের আবহাওয়ার সঠিক ধারনা করা মুশকিল।

গ্রিনফিল্ডের গত বছরের কনসার্টটি বৈরি আবহাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছিলো। আর সেই তিক্ত অভিজ্ঞতা থেকেই এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে । তাছাড়া সাউন্ড, লাইটিং সবকিছু ইন্ডোরে বেশি কাজ করে বলে এই সিদ্ধান্ত হয়েছে। তিনি আরো বলেন, দীর্ঘ চার দশকের  মাইলফলকে পৌঁছানোকে স্মরণীয় করে রাখতে বিশেষভাবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে মাইলস। তার অংশ হিসাবে তারা অস্ট্রেলিয়া আসছে। তাই এবারে কনসার্টটি হবে সিডনি দর্শকদের বিশেষ পাওয়া।   

সাউন্ড ও লাইটিং এর প্রসঙ্গে অন্য এক প্রশ্নের জবাবে গ্রিনফিল্ডের অন্যতম সদস্য  ফয়সাল আজাদ বলেন, আমাদের গত বছরের সাউন্ড ও লাইট ছিলো অনেক উন্নত মানের।সেটা আপনারা সবাই জানেন। আমরা বলতে পারি এমন সাউন্ড সিস্টেম সিডনিতে কেউ দিতে পারেনি। আপনারা জেনে খুশি হবেন যে, গত বছরের মতো এবারও সেই একই রকম সাউন্ড সিস্টেম এবং লাইটিং থাকছে।

বাংলাদেশ নাইটস্ আয়োজক ইমন জানান, সমঝোতার ভিত্তিতে গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্টের ‘মিউজিক ফেস্ট-২০১৯’ কারনে  এই বছর বাংলাদেশ নাইটস্ অনুষ্ঠিত হবে না।অনুরূপভাবে আগামী বছর বাংলাদেশ নাইটস্ কারনে গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্টের কোন অনুষ্ঠান থাকবে না।   ‘মিউজিক ফেস্ট-২০১৯’ টিকেটের মূল্য ধরা হয়েছে  সিলভার  ৪০ ডলার, গোল্ড ৫০ ডলার, প্লাটিনাম ৬০ ডলার, ডায়মন্ড ৮০ ডলার,ভি আই পি ১০০ ডলার এবং  শিল্পিদের সাথে ডিনার সহ ভি ভি আই পি টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ ডলার। সকল টিকিট  https://www.eventsntickets.com.au ক্রয় করতে হবে ।

অনুষ্ঠান স্হল বা অন্যকোন আউটলেটে থেকে টিকিট ক্রয় করা যাবে না।আয়োজকরা জানান, ইতোমধ্যে অর্ধেকের বেশী টিকিট বিক্রি হয়ে গেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রিনফিল্ডের এনামুল হক, ফয়সাল আজাদ,  টাইটেল স্পনসর এএনজেড মোবাইল লেন্ডার রাহাত ফেরদৌস এবং বাংলাদেশ নাইটস্ আয়োজক ইমন। গ্রিনফিল্ড গত বছর স্টেডিয়ামে বাংলাদেশ থেকে দুটি বড় ব্যান্ড এবং জনপ্রিয় বেশ কয়েকজন তারকাদের নিয়ে ওপেন এয়ার অনুষ্ঠানের আয়োজন করেছিলো। যা সকলের প্রশংসা অর্জন করেছিল

বিষয়:

আরও পড়ুন

avertisements 2