avertisements 2

সিডনির মিন্টোতে ৫ম স্ট্রীট লাইব্রেরীর উদ্বোধন করেন ফেডারেল এমপি ডা: মাইক ফ্রিল্যান্ডার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ৩১ মে,সোমবার,২০২১ | আপডেট: ০৮:৫৯ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্ট সদস্য (মেম্বার ফর ম্যাকারথার) ডা: মাইক ফ্রিল্যান্ডার আজ রবিবার ৩০ মে ২০২১ সকাল ১০ ঘটিকায় ১৫৩ লংহার্স্ট রোড, মিন্টোতে উদ্বোধন করলেন ৫ম স্ট্রীট লাইব্রেরী। এ টু বি (অস্ট্রেলিয়া-বাংলাদেশ) লাইব্রেরী’র সংগঠক আশিকুর রহমান এ্যাশ এবং মোহাম্মাদ কামাল পাশা প্রতিবেশীদের মধ্যে সংযোগ স্থাপন, কথপোকথন এবং সৌহার্দ স্থাপনে স্ট্রীট লাইব্রেরী নিয়ামক ভূমিকা পালন করতে পারে এমন বিশ্বাস থেকে কমিউনিটিতে এক মহতী উদ্যোগ গ্রহন করেছেন। এটি স্থাপিত হবে একটি বাড়ীর সম্মুখ লনে। এ লাইব্রেরীতে কোনো লাইব্রেরীয়ান থাকবেনা। ২৪ ঘন্টা যেকেহ বাক্স থেকে বই নিতে পারবেন, ফেরত দিতে পারবেন বা একটির পরিবর্তে আরেকটি রেখে যেতে পারবেন। বই দেয়ানেয়ার সময় কথা বিনিময় হবে প্রতিবেশীর সাথে। জ্ঞানের বিনিময়ের সাথে হবে সৌহার্দ বিনিময়। কি চমৎকার আইডিয়া!

Previous Next

এটি ছিলো তাদের ৫ম উদ্যোগ। কেম্বেলটাউন এলাকায় সংগঠকগন শত শত স্ট্রীট লাইব্রেরী স্থাপনের ঘোষনা দিয়েছেন। বাংলাদেশী কমিউনিটির অন্যতম নেতা  আবুল সরকার তাঁর বাড়ীর সম্মুখ লনে এই ৫ম উদ্যাগটি হোস্ট করেছেন। উদ্বোধন শেষে ডা: মাইক ফ্রিল্যান্ডার নেইবারহুড প্রতিষ্ঠা এবং জ্ঞান বিনিময়ের এই চমৎকার উদ্যোগের ভূয়সী প্রসংশা করেন। তিনি তাঁর বক্তৃতায় বলেন যে এই উদ্যোগ নি:সন্দেহে তরুনদেরকে বই পড়তে আগ্রহী করে তুলবে। কমিউনিটির অন্যান্যদের মধ্যে তরুন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, সামাজিক সংগঠক এনাম হক, শফিকুল আলম শফিক, আবুল সরকার, কায়সার আহম্মেদ, মি: জন, লীন শান্তিয়াগো, ব্রাইয়ান লাউল, আনিস আফসার, সাদিকুর খান মুন, কাশফি আহাম্মেদ, ইব্রাহিম খলিল মাসুদ, আতিকুর রহমান, আবদুস সোবাহান, মুকুল চৌধুরী, মাহাবুব চৌধুরী, মোবারক হোসেন, মামুন আবদুল্লাহ, তোয়াসিন প্রমুখ উপস্থিত থেকে এবং কেহ কেহ মূল্যবান বক্তব্য রেখে এই মহতি উদ্যোগকে স্বাগত জানান।

আরও পড়ুন

avertisements 2