avertisements 2

সিডনি প্রেস এ্যান্ড মিডিয়া কাউন্সিলের সদস্য পদে আবেদনের শেষ তারিখ ৪ জুন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ মে,শনিবার,২০২১ | আপডেট: ০৮:৫৯ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি লেখক ও সাংবাদিকদের বৃহত্তম সংগঠন ‘সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল’ তাদের নতুন সদস্য পদ আহব্বান করেছে। গত ১৮মে (মঙ্গলবার) থেকে সদস্য পদে আবেদন ও সদস্য পদ নবায়ন শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ৪ জুন (শুক্রবার)। কাউন্সিলের কার্যনির্বাহী কমিটির সভায় আবেদনপত্র বাছাই শেষে ১১ জুনের মধ্যে নতুন সদস্যের তালিকা প্রকাশ করা হবে। 

নতুন কার্যকরী পরিষদের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শুরু হবে ১৪ জুন (সোমবার) এবং শেষ সময় আগামী ১৮ জুন (শুক্রবার) বিকেল ৩টা। ২০শে জুন দুপুর ১২ টায় কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় নতুন কার্যকরী পরিষদ গঠন করা হবে। কাউন্সিলের কার্যনির্বাহী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। 

সিডনি প্রেস এ্যান্ড মিডিয়া কাউন্সিলের নতুন সদস্য ফর্ম, সদস্য পদ নবায়ন ও কার্যকরী পরিষদের জন্য মনোনয়নপত্র জমাসহ বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে, আবদুল্লাহ ইউসুফ শামীম (ভারপ্রাপ্ত সভাপতি) 0423 031 546, নাইম আবদুল্লাহ (রিটার্নিং অফিসার) 0410 992 905, ডক্টর ফজলে রাব্বি ( সদস্য নির্বাচন বাস্তবায়ন কমিটি) 0430 120 357 এবং info@spmc.org.au

বিষয়:

আরও পড়ুন

avertisements 2