সিডনির প্রবীন কমিউনিটি নেতা মোখলেসুর রহমানের ইন্তেকাল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ আগস্ট,সোমবার,২০১৯ | আপডেট: ১২:০৬ পিএম, ২ এপ্রিল,
বুধবার,২০২৫

সিডনির বাংলাদেশী কমিউনিটির প্রবীন নেতা ড. মোখলেসুর রহমান গতকাল রোববার সিডনির রয়েল প্রিন্স আলফ্রেড হাসপাতালে শেষ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিলো আনুমানিক ৮০ বছর। তিনি দুই সন্তান, নাতি নাতনী ,অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।।
আজ সোমবার দুপুর সাড়ে বারোটায় লাকেম্বা বড় মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে । তাঁর মৃত্যুতে সিডনিতে বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। সকলে মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।