avertisements 2

সিডনিতে প্রথম বাংলাদেশ সুপার লীগ (বি এস এল)-এর আয়োজন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ আগস্ট,রবিবার,২০১৯ | আপডেট: ০৬:৪৩ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

সিডনির কমিউনিটি ক্রিকেটের সাড়াজাগানো টুর্নামেন্ট ""ওরিজিন ক্রিকেট"" এর ব্যবস্থাপনায় আগামী ১৫ ই সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ সুপার লীগ (বি এস এল), এটাই বিএসএল এর প্রথম আসর এবং প্রথম আসরে তাদের টাইটেল স্পন্সরে থাকছেন ক্যাঙ্গারু গ্লোবাল তাই প্রথম আসর এর নামকরণ করা হয়েছে ক্যাঙ্গারু গ্লোবাল বাংলাদেশ সুপার লীগ (বি এস এল ),

এছাড়াও আরো আছে এম আই এডুকেশন এন্ড মাইগ্রেশন, বিজনেস এন্ড ট্যাক্স সলিউশন, কিংসগ্রভ স্পোর্টস, এস পি রিয়েল এস্টেট, স্পার্টান, সিগনেচার হলিডেইস। টুর্নামেন্টে শুধুমাত্র বাংলাদেশি বংশোদ্ভুত খেলোয়াড়রাই খেলতে পারবেন, তবে বিদেশী কোনো নাগরিক এর বাবা বা মা থেকে যেকোনো একজন যদি বাংলাদেশী হয় তবেও মিলবে এই টূর্ণামেন্ট খেলার ছাড়পত্র।       

১৬ টি বাংলাদেশী দল “সিডনি প্রেডিটরস, সিডনি টাইটানস, সিডনি ইগনাইট ক্লাব, গ্রামীণ সিক্সারস, এক্স ক্যাডেট ক্রিকেট ক্লাব, ওয়ালীপার্ক সুপার ষ্টারস, সিডনি হোউক, বোল্ড এন্ড সিক্স, সেইন্টস, বিজয় ১১, সিডনি লায়নস, ইউনাইটেড ওয়ারিয়রস, ফ্রেন্ডস ইলেভেন, বিডি বোল্ডারস, সিডনি বার্নারস এবং পাওয়ার সোর্স ক্রিকেট ক্লাব” প্রথম আসরের শিরোপা লড়াইয়ে নামবে আর প্রথম আসরের চাম্পিয়ন হয়ে ইতিহাস হয়ে থাকতে চাইবে সব গুলো দল। বিজয়ী দলগুলোর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। চ্যাম্পিয়ন দল ৩০০০, রানার আপ ১৫০০, প্লেইট চাম্পিয়ন ৫০০ ডলার পাবেন।

এছাড়াও সেরা খেলোয়াড়, সেরা ব্যাটসম্যান, সেরা বোলার দের জন্য আকর্ষণীয় পুরস্কার যা এ পর্যন্ত সিডনির বাংলাদেশী কমিউনিটিতে কখনোই দেখা যাই নি। বি এস এল ব্যবস্থাপনা কমিটির সকলেই সিডনির বাংলাদেশী কমিউনিটি তে ক্রিকেটের মাধ্যমে সৌহার্দ্য আর সম্প্রীতির বাণী ছড়িয়ে দিতে চায় এবং আগামী দিনগুলোতে আরো বড় কিছু নিয়ে হাজির হবেন এই প্রত্যয় ব্যক্ত করেছেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2