avertisements 2

সিডনিতে বিডি ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ জুলাই,সোমবার,২০১৯ | আপডেট: ০৬:৪৩ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে গত ২৮শে জুলাই ২০১৯ বিডি ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাডমিন্টন প্লেয়ার্স এসোসিয়েশন আয়োজিত বাৎসরিক টুর্নামেন্টের এটি দশম সংস্করণ। বাংলাদেশ ব্যাডমিন্টন এসোসিয়েশন, গত বছর হতে তার নাম পরিবর্তন করে বাংলাদেশ ব্যাডমিন্টন প্লেয়ার্স এসোসিয়েশন নামে তার কার্যক্রম পরিচালনা করছে। মাহমুদুল হাসানের চমৎকার সঞ্চালনায় বিকাল সাড়ে পাঁচটায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি  শামীম হোসেন। তিনি শুরুতেই আগত অতিথি ও খেলোয়াড়দের স্বাগতম ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে তার বক্তব্য শুরু করেন, তিনি আরো ধন্যবাদ জ্ঞাপন করেন টুর্ণামেন্টের চলতি সংস্করণের সকল স্পনসর ও টুর্নামেন্টের সকল শুভাকাঙ্ক্ষীদেরকে।

সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এসোসিয়েশনের ফাউন্ডার মেম্বার  রশিদ ভূঁইয়া।  তিনি আগত অতিথিদের কে ধন্যবাদ জানান তাদের ক্রীড়া অনুরাগের জন্য এবং খেলোয়াড়দের জানান তার আন্তরিক শুভেচ্ছা । ইভেন্ট কোর্ডিনেটর এ বি কে এম আসাদুজ্জামান শাহীনের বরাতে জানানো হয়,  বর্তমান শিরোপধারী রবিন-শাহেদ জুটি, রানার্সআপ মামুন সহ এই বছর ৩২ টি টিম  লটারির মাধ্যমে ৮ গ্রূপে অংশগ্রহণ করে, যেখান থেকে ১৬ টি টিম পরবর্তী রাউন্ডে প্রতিযোগিতা করবে।

টুর্নামেন্টের বাকি পর্ব ৩০ ও ৩১ সে জুলাই এবং ফাইনালস সহ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে রবিবার, ৪ঠা অগাস্ট ২০১৯। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্হানীয় এ পি ও মেয়র । ফেসবুক লাইভ চ্যানেল YES Sir TV তে অনুষ্ঠান ও খেলা সরাসরি সম্প্রচার করা হয়। YES Sir টিভি ফাইনালস ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানও সরাসরি সম্প্রচার করবে বলে জানানো হয়েছে। আগত অতিথিদের জন্য বিশেষ রাফেল ড্র এর কুপন বিতরণ করা হয়।

লটারীর মাধ্যমে দুই জন বিজয়ীকে গিফট প্রদান করা হয়। এছাড়াও সকলের জন্য হালকা নাস্তা ও চা-পানির ব্যবস্থা থাকে। শিশুদের জন্য ছিল বিভিন্ন চকোলেট, ক্যান্ডি ও বেলুন। Pro RACQUET, Hurstville এর পক্ষ থেকে খেলোয়াড়দের জন্য ছিল ডিসকাউন্ট ভাউচার, যা লটারীর মাধ্যমে খেলোয়াড়দের মাঝে বিতরণ করা হয়। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব মিরাজ হোসেন, নির্মল্য তালুকদার , বাবু, মোর্শেদ, আদনান,আরমান,ঝন্টু সহ আরো  অনেকে। ছবিঃ নির্মল্য তালুকদার

বিষয়:

আরও পড়ুন

avertisements 2