avertisements 2

মেলাসহ গৃহীত বিভিন্ন কর্মসূচী সফল করতে মাল্টিকালচারাল সোসাইটি ক্যাম্বেলটাউনের সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ জুলাই,রবিবার,২০১৯ | আপডেট: ০৫:৪০ পিএম, ১৩ মে,সোমবার,২০২৪

Text

মেলাসহ গৃহীত বিভিন্ন কর্মসূচী সফল করতে মাল্টিকালচারাল সোসাইটি ক্যাম্বেলটাউনের সভা আজ ৭ জুলাই দুপুরে  সংগঠনটির সভাপতি এনাম হকের সভাপতিত্বে স্হানীয় একটি অফিসে অনুষ্ঠিত হয়। সভায়  ১ সেপ্টেম্বর ইঙ্গলবার্নের গ্রেগ পারসিভাল কমিউনিটি সেন্টারে আয়োজিত  থ্যাংকসগিভিং পার্টি ও  ২২ সেপ্টেম্বর মিন্টোর রনমুর কমিউনিটি সেন্টার আয়োজিত  ডোমেস্টিক ভায়োলেন্স এর ওপর সেমিনার সফল করার জন্য বিষদভাবে আলোচনা করা হয়।

সভায়থ্যাংকস গিভিং পার্টিতে সকল অংশগ্রহনকারী এবং পারফরমারদের, বিভিন্ন কমিউনিটি লীডারদের এবং তাদের নির্দিষ্ট সংখ্যক উপস্থিতি নিশ্চিত করার জন্য উপযুক্ত সময়ের মধ্যে যোগাযোগের সিদ্ধান্ত গৃহীত হয়। অংশগ্রহনকারী পারফর্মারদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান রাখার সিদ্ধান্ত রয়েছে। ডোমেস্টিক ভায়োল্ন্সের ওপর সেমিনার সফল করার জন্য কাশফি আহমেদকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়।

তাকে সভাপতি এনাম হক, কাউন্সিলর মাসুদ চৌধুরী, পারভেজ খান প্রমুখ কমিউনিটির ব্যাপক অংশগ্রহন নিশ্চিতকরণে সহযোগিতা করবেন । এছাড়া আগামী বছরের ৪ এপ্রিল ২০২০ ক্যাম্বেলটাউন স্পোর্টস স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য মাল্টিকালচারাল বৈশাখী ফেস্টিভাল সফল করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহন নিয়ে  আলোচনা হয় যা পরবর্তী সভায়  আরো বিষদভাবে আলোচনা মাধ্যমে সদস্যদের মধ্যে দায়িত্ব বন্টন সিদ্বান্ত গ্রহন করা হয়।   সবশেষে সভাপতি ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষনা করেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2