avertisements 2

সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল'র বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ জুন,মঙ্গলবার,২০১৯ | আপডেট: ০৩:৪৬ পিএম, ১৪ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২৫

Text

গত ২৩শে জুন (রোববার) দুপুরে সিডনির ইঙ্গেলবার্নস্থ একটি ফাংশন সেন্টারে অস্ট্রেলিয়া প্রবাসি বাংলাদেশী লেখক ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ সংগঠন ""সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলর"" নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ড. এনামুল হককে সভাপতি এবং মোহাম্মাদ আবদুল মতিনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়।

কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন- মোহাম্মাদ আবদুল্লাহ ইউসুফ শামীম (সিনিয়র সহ সভাপতি), মোহাম্মেদ আসলাম মোল্লা (সহ সভাপতি), শিবলী আবদুল্লাহ (সহ সভাপতি), আবদুল আউয়াল (যুগ্ন সাধারণ সম্পাদক), মাকসুদা সুলতানা (কোষাধ্যাক্ষ), মিজানুর রহমান সুমন (প্রচার ও প্রকাশনা সম্পাদক), নামিদ ফারহান (সাংস্কৃতিক সম্পাদক) ও মোহাম্মাদ আসিফ ইকবাল (মিডিয়া অ্যান্ড কমুনিকেশন সম্পাদক)।   

কার্যকরী পরিষদের সন্মানিত সদস্যরা হলেন_ নাইম আবদুল্লাহ, ড. ফজলে রাব্বি ও মোহাম্মাদ রেজাউল হক। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন ড. ওয়ালিউল ইসলাম, এনাম হক ও ড. সাজ্জাদ হোসেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2