avertisements 2

সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিল’র সদস্য তালিকা প্রকাশ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ জুন,শনিবার,২০১৯ | আপডেট: ০৯:২৫ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

নাইম আবদুল্লাহঃ অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও সংবাদকর্মীদের সংগঠন ‘সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিল’ তাদের নতুন সদস্যদের তালিকা প্রকাশ করেছে। কাউন্সিলের কার্য নির্বাহী কমিটির এক সভায় আবেদনপত্র বাছাই শেষে  সভাপতি ডঃ এনামুল হক ও সাধারন সম্পাদক মোহাম্মদ আব্দুল মতিন সাক্ষরিত ৫৪ সদস্য বিশিষ্ট (ফিন্যান্সিয়াল/নন ফিন্যান্সিয়াল) এই তালিকা প্রকাশ করা হয়। সদস্য পদে আবেদনের শেষ তারিখ ছিল গত ১২ই জুন।

কাউন্সিলের সন্মানিত সদস্যগণ হলেন, ড. কাইউম পারভেজ (লেখক ও কলামিস্ট), মোহাম্মেদ আসলাম মোল্লা (বাংলা বার্তা), মোহাম্মাদ আবদুল্লাহ ইউসুফ শামীম (সুপ্রভাত সিডনি), আকিদুল ইসলাম (বাসভূমি টেলিভিশন), নাইম আবদুল্লাহ (বিদেশবাংলা টোয়ন্টিফের ডট কম), মোহাম্মাদ আবদুল মতিন (বিদেশবাংলা টোয়েন্টিফোর ডট কম), ড. ফজলে রাব্বি (অজ বুলেটিন), আউয়াল খান (বাংলাকথা ডটকম), মোহাম্মদ রেজাউল হক (আপডেট বিডি নিউজ), শিবলী আবদুল্লাহ (লেখক ও গবেষক) ড. এনামুল হক (ডেইলি অবজার্ভার), মোহাম্মাদ কাজী আব্দুল কাদের আরমান (স্বাধীন কণ্ঠ), মোহাম্মেদ আলতাফ হোসেন (ইসলামি বেতার), মোহাম্মাদ বেলাল হোসেন ঢালী (বিদেশবাংলা টোয়েন্টিফোর ডটকম), মিজানুর রহমান সুমন (স্বাধীন কন্ঠ), ফারুক আমিন (সুপ্রভাত সিডনি), ফয়সাল আজাদ (স্বদেশবার্তা), এস এম দিদার হোসেন ( দিনলিপি ডটকম), সুলায়মান আশরাফি দেওয়ান (প্রভাত ফেরি), শ্রাবন্তী কাজী আশরাফি (প্রভাত ফেরি), আসিফ ইকবাল (বিটিভি/ ইসলামী বেতার), নামিদ ফারহান ( প্রবাস কথা), ড. মোহাম্মাদ ইউসুফ (ইসলামী বার্তা), আরিফ রহমান (সুপ্রভাত সিডনি), এমডি আবুল বাশার (সুপ্রভাত সিডনি), সৈয়দ আনোয়ারুল কবির (সুপ্রভাত সিডনি), মোহাম্মাদ কামরুল ইসলাম (সুপ্রভাত সিডনি), মুনা মুস্তফা ( স্বাদেশ বার্তা), মাকসুদা সুলতানা (লেখক ও গবেষক), মোহাম্মাদ এরতাজুল হক চৌধুরী (রিয়েল নিউজ নেটওয়ার্ক), মোহাম্মাদ জাকির হোসেন (ইসলামী বার্তা), এইচ এম মহসিন (বিএফএ ভয়েস), ড. সৈয়দ ফাওযুল আজীম (জন্মভূমি টেলিভিশন, এনটিভি অস্ট্রেলিয়া ), আবুল ফজল মোহাম্মদ ইকবাল (লেখক), ড. সৈয়দ আবু সোয়েব (লেখক), ডঃ মোঃ আরিফুর রহমান (অস্ট্রেলিয়া ২৪ নিউজ), ফয়সাল কবির শুভ (ফ্রি ল্যান্সার), ডঃ মোঃ নুরুল করিম (অস্ট্রেলিয়া ২৪ নিউজ), ডঃ এস এম যোবাইদুল কবির (অজ বুলেটিন), এস এম ফয়সাল হালিম (অজ বুলেটিন), নওসিন রহমান (অজ বুলেটিন), শাহেদ রহমান (অজ বুলেটিন), ড. সিএমএফ সুসান রেজা (একাডেমিক, লেখক ও গবেষক), মোঃ শরিফুল ইসলাম (লেখক ও গবেষক), মোঃ শফিকুল আলম (বাংলাকথা ডটকম), ডঃ শফিকুর রহমান (ইসলামী বার্তা) , মোহাম্মদ দেলওয়ার হোসেন সরকার (লেখক স্বদেশবার্তা), ডঃ মোহাম্মদ শাহরিয়ার কবির (লেখক ও গবেষক), মোঃ তরিকুল হাসান (লেখক ও গবেষক), ড. ফারজানা মাহবুবা ( লেখক ও গবেষক), ড. শেখ নাইম ফয়সাল ( লেখক ও গবেষক), দিলারা জামান (ব্লগার), তাসমিয়া জামান (লেখক ও গবেষক) এবং মোহাম্মাদ গোলাম মোস্তফা (সুপ্রভাত সিডনি)। কাউন্সিলের একজন মুখপাত্র জানান, নুতন কার্যকরী কমিটির জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২০ জুন। আগামী ২৩ জুন (রবিবার) দুপুর ১২ টায় ইঙ্গেলবার্নের দাওয়াত রেস্টুরেন্টে সিডনি প্রেস ও মিডিয়া কাউন্সিলের বার্ষিক সাধারন সভা ও নুতন কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2