জালালাবাদ এসোসিয়েশন নিউ সাউথ ওয়েলস ইন্ক এর উদ্যোগে ইফতার এর অনুষ্ঠান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ মে,রবিবার,২০১৯ | আপডেট: ১১:৫৮ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
গত ২৬ মে ২০১৯ রবিবার LMA সেন্টার লাকেম্বায় অনুষ্টিত হয় । এটি সিলেট প্রবাসি সিডনি সবচেয়ে বড় অনুষ্ঠান । অনুস্টান শুরু হয় বেলা ৩ টায় আর শেষ হয় ৬ টায় । অতিথি ৩০০ জন এর মত উপস্থিত ছিল । অতিথি বক্তা হিসাবে শেখ ইশতিয়াক আকবর উপস্থিত ছিলেন । তিনি রমজান এর মহিমা এবং গাম্বীর্য নিয়ে আলোচনা করেন ।
উনার কথা সবাই খুব মনোযোগ দিয়ে শুনে এবং অনেক কিছু শিখতে পারে । ইফতার এর পূর্বে দুআ অনুষ্টিত হয় । সবাই মুসলিম উম্মার শান্তির জন্য দুআ করে । অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ এর সমৃদ্ধি এবং উন্নতির জন্য সবাই দুআ করে । তারপর ইফতার পরিবেশন করা হয় ।
ইফতারে রকমারি বাংলাদেশী মুখরোচক খাবার পরিবেশন করা হয় । সবাই খাবার খুব আনন্দ করে খায় । তারপর এসোসিয়েশন সভাপতি, সহ সভাপতি বক্তিতা দেন আমন্ত্রিত অতিথিদের উদ্দেশে । এসোসিয়েশন এর সেক্রেটারি সবাইকে ধন্যবাদ দেন অনুষ্ঠান এ আসার জন্য । আবার আর বড় পরিসর অনুষ্ঠান করার প্রতিশ্রুতি দেন