avertisements 2

অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল এর ইফতার পার্টি অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ মে,শুক্রবার,২০১৯ | আপডেট: ০৩:৪৬ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

গত ২৪ মে শুক্রবার ২০১৯ রকডেলস্থ নিউ ষ্টার কাবাব রেঁস্তোরায় অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেজ কাউন্সিলের এক আড়ম্বরপূর্ণ ইফতার এবং ডিনার পার্টি অনুষ্ঠিত হয়। ইফতার অনুষ্ঠানে নিউ সাউথ ওয়েলস ওটলির  স্টেট এমপি ফর মার্ক কোরি সহ বাংলাদেশ কমিউনিটির ব্যবসায়িক নেতৃবৃন্দ সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীগন এবং সংবাদ মাধ্যম ব্যক্তিত্বগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইফতার এবং নামাজ শেষে নৈশভোজের পূর্বে সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য রাখেন শেখ সাদী আল্ সুলাইমান, ড: রাতেব , ড: আইয়াজ চৌধুরী, মাকসুদুল আলম, আসিফ কাউনাইন প্রমুখ।   বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে এনাম হক, জাহাঙ্গীর আলম, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর শাহে জামান  টিটু, কাউন্সিলর নাজমুল হুদা, রাজনীতিক মোহাম্মাদ আলী,  এসবিএস বাংলার প্রধান আবু রেজা,  বাংলাকথার যুগ্ম সম্পাদক শফিকুল আলম, মুক্তমঞ্চের সম্পাদক নোমান শামীম, স্বদেশ বার্তার প্রধান সম্পাদক ফয়সাল আজাদ, বিদেশবাংলার রহমত উল্লাহ, সামাজিক সংগঠন ফাগুন হাওয়ার পপি কবির, তিশা তানিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেজ কাউন্সিল মনে করে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে ১ বিলিয়ন ডলারের ব্যবসায় সম্পর্ক স্থাপনের সুযোগ রয়েছে। বাংলাদেশের ক্যানবেরা মিশন , অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেজ কাউন্সিল ঘনিষ্ঠভাবে কাজ করলে উভয় দেশের মধ্যে একটি দৃঢ় বানিজ্যিক সম্পর্ক গড়ে উঠতে পারে। ছবিঃ ফেসবুক হতে সংগৃহীত

বিষয়:

আরও পড়ুন

avertisements 2