avertisements 2

এক্স-আয়ুবিয়ান্স অস্ট্রেলিয়া এসোসিয়েশন এর প্রথম এজিএম অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ মে,রবিবার,২০১৯ | আপডেট: ০৪:৩২ এএম, ১৩ মে,সোমবার,২০২৪

Text

গত ৫ই মে সিডনির গ্রেইস হোটেলে অনুষ্ঠিত হলো ""এক্স-আয়ুবিয়ান্স অস্ট্রেলিয়া এসোসিয়েশন"" এর প্রথম বার্ষিক সাধারণ সভা। সভায় উপস্থিত ছিলেন ""এক্স-আয়ুবিয়ান্স অস্ট্রেলিয়া এসোসিয়েশন"" কমিটির সম্মানিত সকল সদস্য বৃন্দ।কমিটির প্রেসিডেন্ট ইলিয়াস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন কমিটির সাধারণ সম্পাদক মোঃ রহমান রাজু,তিনি কমিটির কর্মকাণ্ডের সার্বিক সফলতার জন্য শুরুতেই সবার একান্ত ও নিঃস্বার্থ সহোযোগিতার জন্য সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং পাশাপাশি তাদের পরবর্তী সকল পরিকল্পনা নিয়ে সবার সাথে আলোচনা করেন।

গত বছর  ""এক্স-আয়ুবিয়ান্স অস্ট্রেলিয়া এসোসিয়েশন"" অস্ট্রেলিয়া ক্যান্সার কাউন্সিল এর জন্য অর্থ সংগ্রহ করে সেটা হস্তান্তর করেন। শুধু তাই নয়,বাংলাদেশের অটিস্টিক শিশুদের জন্য এবং প্রান্তিক অঞ্চলের নিম্ন আয়ের কৃষকদের জন্যেও এই কমিটি গত বছর অর্থ সংগ্রহ করে বাংলাদেশের এই সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়িয়েছেন নিজেদের সর্বোচ্চটা দিয়ে।তাঁরা যে বিদেশের মাটিতে এসে একটি মুহূর্তের জন্যেও তাঁদের শেকড়কে ভুলে যাননি তার প্রমাণ পাওয়ায় তাঁদের প্রতিটি কর্মকান্ডে।

এই বিদেশ-বিভুঁইয়ে যেনো তাঁদের আগামী প্রজন্ম তাদের নিজস্ব সংস্কৃতি ভুলে না যায়, সেজন্য প্রতিবছর নিজস্ব উদ্যোগে তারা পহেলা বৈশাখ, বিভিন্ন জাতীয় দিবস,ঈদ এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে থাকেন  অত্যন্ত সফলতার সাথে,সেই সাফল্যের সৌরভে যেন বাংলাদেশের মাটির ঘ্রাণ পাওয়া যায়। তাঁদের এই সাফল্যের রহস্যের ব্যাপারে কমিটির ভাইস প্রেসিডেন্ট এবং সংস্কৃতিক উপদেষ্টা মুসাব্বির হোসেইন বলেন, ""অস্ট্রেলিয়াতে আমরা এক্স-আইয়ুবিয়ান্সরা হলাম একটা বিশাল একান্নবর্তী পরিবার।আমরা সবাই নিজেদের ব্যস্ত জীবন থেকে একটু সময় বের করে আমাদের সর্বাত্মক চেষ্টা করি যাতে এই বিদেশের মাটিতেও আমরা আমাদের আইয়ুবি থেকে পাওয়া শিক্ষার প্রতিফলন করতে পারি।

"" একথা নিঃসন্দেহে বলা যায় যে, অস্ট্রেলিয়ায় বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশন রয়েছে,তন্মধ্যে এক্স-আয়ুবিয়ান্স অস্ট্রেলিয়া এসোসিয়েশন এর কার্যক্রম সবথেকে বেশী  ঈর্ষনীয় এবং প্রশংসার দাবি রাখে, তাদের প্রতিটি আয়োজন যে কেবল দৃষ্টিনন্দন ও জমকালো হয় শুধু তাই নয়, তাদের এসকল প্রচেষ্টার পেছনে থাকে একটি মানবিক অবদান যা তাদেরকে সবার থেকে আলাদা করে। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডঃহোসেইন মোহাম্মদ।

সভায় আরও উপস্থিত ছিলেন, জান্নাতুল ফাতেমা চৌধুরী (ভাইস সেক্রেটারি), কামরুল হাসান (ট্রেজারার), সাইয়েদা আফসানা হক(হেড অফ অপারেশন ম্যানেজমেন্ট), তানভীর হায়দার জোয়ার্দার (ভাইস ট্রেজারার), মোঃজহিরুল ইসলাম (এডমিন সেক্রেটারি),  শারমিন আলম (এক্সিকিউটিভ মেম্বার), ইমতিয়াজ মল্লিক (এক্সিকিউটিভ মেম্বার) এবং জুকরুফ জুনায়েদ (উপদেষ্টা)।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2