অস্ট্রেলিয়ায় যুবদলের দোয়া ও ইফতার মাহফিলে বেগম জিয়া ও সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ মে,রবিবার,২০১৯ | আপডেট: ০২:৩৫ এএম, ৪ এপ্রিল,শুক্রবার,২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অস্ট্রেলিয়ার উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষ্যে ও দলের চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়া ও যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবীতে এক দোয়া ও ইফতার মাহফিল ১২ই মে ২০১৯ রবিবার অস্ট্রেলিয়ায় সিডনিস্থ মিন্টুর নবাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে বেগম খালেদা জিয়ার শারিরিক সুস্থতার জন্য এক বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক জুমান হোসেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অস্ট্রেলিয়ার সভাপতি ইয়াসির আরাফাত সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার প্রধান উপদেষ্টা মোঃ দেলোয়ার হোসেন।
বিএনপি অস্ট্রেলিয়া আরও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি মোবারক হোসেন,কুদরত উল্যাহ লিটন,সাধারণ সম্পাদক মোঃনাসিম উদ্দিন আহম্মেদ,ইন্জিনিয়ার কামরুল ইসলাম,বিএনপির প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন,যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু ,মোঃরুহুল আমীন, মোঃ নুরুল ইসলাম, মোঃ ছালাম মিয়া,শেখ আব্দুল্লাহ আবু ছামি প্রমুখ ।