সিডনিতে বাংলাদেশী ক্রিকেটার্সদের অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৪ পিএম, ১৫ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০৮:৫৬ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন(এবসকা)'র উদ্যোগে গত ১৩ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় বাংলাদেশি স্থানীয় ক্লাব খেলোয়াড়দের সম্মাননা জানাতে আয়োজন করে ক্রিকেটার্স নাইট। সিডনি ব্যাংকসটাউনের অভিজাত ফাংশন সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। প্রথমে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন(এবসকা)'র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাহাঙ্গীর আলম।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইষ্ট হিলসের স্টেট পার্লামেন্ট এমপি ওয়েন্ডি এলিজাবেথ লিন্ডজি আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর জর্জ জাকিয়া,কাউন্সিলর রিনা শেঠী, সাবেক কাউন্সিলর শাহে জামান টিটু সহ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন অন্যান্য সদস্যরা ।
অনুষ্ঠানে বিডি গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এ ছাড়া সেরা ক্রিকেটার, বোলার ও ব্যাটসম্যানদেরও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।প্রসঙ্গত অস্ট্রেলিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত প্রজন্মের মধ্যে ক্রিকেট খেলা ছড়িয়ে দিতে বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের (এবসকা)'র উদ্যোগে প্রতিবছর সিডনিতে আয়োজন করা হয় বিডি গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট।