অজবাংলা নিউজ পত্রিকার ইফতার আয়োজন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ মে,
বুধবার,২০২১ | আপডেট: ০৯:০১ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
গত ২ মে রবিবার স্থানীয় সময় ৪:৩০ বেলমোর ইয়ুথ এন্ড রিসোর্স সেন্টারে অস্ট্রেলিয়া ভিত্তিক বাংলা পত্রিকা অজবাংলা নিউজের ইফতার ও আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষনা দেওয়া হয়। কোভিড-১৯ এর সীমাবদ্ধতার জন্য পত্রিকাটি এতদিন পরীক্ষামূলক সংবাদ প্রকাশ করে আসছিল।
পত্রিকাটির ভিত্তি হলো দেশে এবং প্রবাসে উদিয়মান তরুণ-তরুণী ও অভিজ্ঞদের সংমিশ্রণ যারা পত্রিকাটির পেছনে সময় দিয়ে যাচ্ছে। ভবিষতে পত্রিকাটি প্রিন্টিং ভার্ষণে যাবার পরিকল্পনার কথা জানিয়েছেন উদ্যোক্তা ।
ইফতারের পূর্বে আলোচনায় ধর্ম নিয়ে বক্তব্য রাখেন অজবাংলা নিউজ এর রহমান মোস্তাফিজ বাবু।
অনুষ্ঠানে পত্রিকাটির সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন অজবাংলা নিউজ এর এক্সিকিউটিভ এডিটর, ভবিষৎ পরিকল্পনা নিয়ে সিনিয়র কলামিস্ট ড: ওয়ালী ইসলাম এবং পত্রিকাটির সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন এডিটর মোহাম্মদ কামরুল ইসলাম। অনুষ্ঠিনটি সঞ্চালনা করেন অজবাংলা নিউজ পত্রিকার ড: সৈয়দ আজিম। পত্রিকটির টেকনিকেল সাইডের দায়িত্বে আছেন মোস্তাফিজুর রহমান লাবু।
উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ড: আব্দুল ওয়াহাব, মনিরুল হক জর্জ এবং আগত অতিথিদের সংঙ্গে নিয়ে অফিসিয়াল লজমেন্ট করা হয়। নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।