বাসভূমির ১৭ বছর পূর্তি উৎসব উদযাপন উপলক্ষ্যে ব্যাপক কর্মসুচি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ মে,রবিবার,২০২১ | আপডেট: ০৫:১০ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বাসভূমি অস্ট্রেলিয়া ভিত্তিক বাংলা মিডিয়া। গত ১৭ বছর ধরে এই ভিন্ন সংস্কৃতির মধ্যে বাসভূমি আমাদের ভাষা, শিল্প, সাহিত্য ও ঐতিহ্য বিকাশে কাজ করে যাচ্ছে। অস্ট্রেলিয়ার প্রথম পূর্ণাঙ্গ ইন্টারনেট বাংলা পত্রিকা ও প্রথম অনলাইন টেলিভিশন বাসভূমির অন্যতম কৃতিত্ব। এ ছাড়া নাটক, টেলিফিল্ম, ট্রাভেলশো, তথ্যচিত্র নির্মাণ ইত্যাদি বাসভূমির নিয়মিত কাজের অংশ।বিষয়ভিত্তিক বেশ কয়েকটি অনুষ্ঠান করে বাসভূমি সকলের প্রশংসা কুড়িয়েছে।
আগামি ৫ জুন ২০২১ বাসভূমির ১৭ বছর পূর্তি উৎসব উদযাপন উপলক্ষ্যে ব্যাপক কর্মসুচি গ্রহন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে কোন বক্তৃতা থাকবেনা। শুধুই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
একেবারে আদি ও চিরন্তন বাঙালি ঐতিহ্যমন্ডিত বেশ কয়েকটি ব্যতিক্রমী ফটো তোলার লোকেশন তৈরি করা হবে।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিকল্পনা ও পরিচালনা করছেন শামীমা সুমী।-সংবাদ বিজ্ঞপ্তি