সিডনির মিন্টোতে চালু হল নতুন রেস্টুরেন্ট" খাদেম'স ডাইন"
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ এপ্রিল,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১০:০৮ পিএম, ৯ এপ্রিল,
বুধবার,২০২৫

সাধ্যের মধ্যে ঘরোয়া মানসম্পন্ন খাবারের প্রতিশ্রুতি নিয়ে সিডনির বাংলাদেশী অধ্যুষিত সাবারব মিন্টোতে যাত্রা শুরু করলো " খাদেম'স ডাইন"।গত ১৬ এপ্রিল শুক্রবার ২/১০ রেডফার্ন রোড, মিন্টো ট্রেন স্টেশন এর পাশেই অবস্হিত এই রেস্টুরেন্ট উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্টজনরা উপস্হিত ছিলেন। বর্তমানে শুধুমাত্র রমজান উপলক্ষে খুবই স্বল্প মূল্যে বাংলাদেশী সব ধরণের ইফতরী পাওয়া যাবে ।
রমজানে পর প্রতিদিন দেশীয় খাবারের সমহারে লাঞ্চ এবং ডিনারের পাশাপাশি এখানে মিলবে নানা ধরনের পিঠা। পাশাপাশি রয়েছে অনলাইনের খাবার অর্ডার দেওয়ার ব্যবস্থা। বর্তমানে চালু থাকা খাবারভিত্তিক অ্যাপ উবারইটস, মেনুলগে " খাদেম'স ডাইন"র খাবার অর্ডার দেওয়া যাবে।
রেস্টুরেন্টটির উদ্যোক্তা বুশরা আলম বলেন, ব্যবসার চাইতেও ভোক্তা সন্তুষ্টি তাদের প্রধান উদ্দেশ্য। তারা নিজেরা যে ধরনের রেস্টুরেন্টে যেতে এবং খাবার খেতে পছন্দ করেন সেই রকম করেই গড়েছেন এই রেস্টুরেন্ট। এখানকার মেন্যু বাছাইর ক্ষেত্রেও ঘরোয়া স্বাদ ও গুণগতমানের উপর সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে।
উদ্বোধন পরবর্তী যেকোনো বুকিং এবং ক্যাটারিং ক্ষেত্রে থাকছে বিশেষ ছাড় ও অফার। অফার সম্পর্কে জানতে ও সরাসরি খাবার অর্ডার দিতে কল করুন এই হটলাইন নম্বারে ০২৯৮২০১৭৪৪।