সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অস্ট্রেলিয়ার বিএনপির বিশেষ দোয়া
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:২৩ পিএম, ১৯ এপ্রিল,সোমবার,২০২১ | আপডেট: ০৫:১১ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে অস্ট্রেলিয়ার বিএনপির উদ্যোগে গত ১৮ এপ্রিল ২০২১রবিবার সিডনির বেলমোর কমিউনিটি সেন্টারে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির সকল নেতৃবৃন্দের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা (প্রিন্টিং) সুপ্রভাত সিডনির প্রধান সম্পাদক ও অস্ট্রেলিয়া বিএনপির প্রতিষ্ঠাতা এম এ ইউসুফ শামীমের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মনিরুল হক জর্জ, মো.দেলোয়ার হোসেন, ড.হুমায়ের চৌধুরী রানা, লিয়াকত আলী স্বপন,কুদরত উল্লাহ লিটন, ড.আব্দুল ওয়াহাব,মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ, রাশেদুল হক,আলহাজ্ব লুৎফুল কবির,হাবিব রহমান,মোবারক হোসেন, হায়দার আলী, নাসিম উদ্দিন আহম্মেদ, আবুল হাসান, ফজলুল হক শফিক, তারেক উল ইসলাম তারেক, সোহেল ইকবাল মাহমুদ, ইয়াসির আরাফাত সবুজ, ইলিয়াস কান্চন শাহীন, এএন এম মাসুম, শিবলু গাজী, খাইরুল কবির পিন্টু , আশরাফুল আলম রনি, আব্দুস সামাদ শিবলু, সেলিম লকিয়ত, এস এম খালেদ, নাফিস আহম্মেদ, সুলতান জয়, জাকির আলম লেলিন, শেখ সাইফ, এস এম রানা সুমন, আশরাফুল ইসলাম, আব্দুল করিম, নাসির উদ্দিন আহম্মেদ , মোহাম্মদ জুমান হোসেন, পবিত্র বড়ুয়া, মোহাম্মদ জসিম, মোহাম্মদ কারুজ্জামান, ফাহাদ সিদ্দক মিজান, আব্দুল হাকিম, জোসেফ ঘোষ, অসিত গোমেজ, জাহাঙ্গীর হোসেন, এমডি জাহিদুল ইসলাম,খাজা দাউদ হোসেইন,আব্দুল মতিন উজ্জ্বল,,কামরুল,মুনা মোস্তফা,ময়না,মিনটু,এম,এ সাত্তার প্রমুখ।
এছাড়া ,সিডনিতে পরলোকগত বিএনপি নেতা হুমায়ুন কবির,গাজী শাখাওয়াত আরিফ,এ কে এম শামসুজ্জামান ও শামসুজ্জামান বিজুর জন্য বিএনপির প্রতিটি অনুষ্ঠানে দোয়ার অনুরোধ জানান দোয়া ও ইফতার মাহফিলের সমন্বয়ক এম এ ইউসুফ শামীম।
বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সমগ্র মুসলমান জাতির জন্য দো'য়া করেন ল্যাকেম্বা কোরানিক সোসাইটির অন্যতম নেতা হাজি রিদওয়ান একাউয়ী। তিনি স্বৈরাচারী হাসিনার সমালোচনা করে বলেন - আওয়ামী লীগ সরকার অবৈধভাবে দেশমাতা বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছেন। দূর্নীতিতে দেশটা ছেয়ে গেছে। দেশ আওয়ামী লুটেরাদের হাতে জিম্মি। ফরমায়েসী সাজা দিয়ে আর কতদিন নেতাকর্মিদের দমিয়ে রাখবেন। দেয়ালে পিঠ ঠেকে গেছে।
মাহে রমজান উপলক্ষে আয়োজিত এই দোয়া ও ইফতার অনুষ্ঠানটি বিএনপি অস্ট্রেলিয়ার নবীন প্রবীণ সকলের মান অভিমান ভূলে উপস্থিতি যেন এক মিলন মেলায় রূপান্তরিত হয়।
যেমনি ঐক্যবদ্ধ ভাবে উপস্থিত হয়েছিলেন ২০১৮ সালে অবৈধ হাসিনার আগমন উপলক্ষে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে,যার সমন্বয়ক ছিলেন জিয়া পরিষদ অস্ট্রেলিয়ার সাবেক সাধারণ সম্পাদক এম এ ইউসুফ শামীম।
বিএনপি অস্ট্রেলিয়ার পক্ষ থেকে মাসব্যাপী কোরআন খতম ও বিভিন্ন এতিম খানায় খাবারের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানের শেষে সকলের মাঝে ইফতার ও রাতের খাবারের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানের সমন্বয়ক সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সংবাদ বিজ্ঞপ্তি