অজ-বাংলা কমিউনিটি কানেক্ট"-এর চতুর্থ "স্ট্রিট লাইব্রেরী" উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৩ পিএম, ১৫ এপ্রিল,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১০:৫৭ পিএম, ৯ এপ্রিল,
বুধবার,২০২৫

বাংলা ১৪২৭ সালের শেষ অধ্যায়ের এক রোদেলা দূপুরে ম্যাকুয়ারি ফিল্ডের এডরিয়ান স্ট্রিটের বসিন্দা শওকত হাসান আর তাঁর সহ- ধর্মিণীর আঙিনায় হয়ে গেল অজ-বাংলা কমিউনিটি কানেক্ট"-এর চতুর্থ "স্ট্রিট লাইব্রেরী" উদ্বোধন। প্রধান দুই উদ্যোক্তা আশিক রহমান আশ এবং মোঃ শহিদুল আলম কামালের সঞ্চালনায় মূল পর্ব যখন শুরু হয় তখন এডরিয়ান স্ট্রিটের এক কোনায় জমায়েত হয়েছেন স্থানীয় সংসদ সদস্য আনলাক চান্তিভং, উপস্থিত ছিলেন এই অঞ্চলের প্রিয় মুখ স্থানীয় ফেডারেল সংসদ সদস্য মিস অ্যাশ এসটান লি, ছিলেন অস্ট্রেলিয়ার উদীয়মান সামাজিক সংগঠক আবুল সরকার, ছিলেন অস্ট্রেলিয়ার বিএনপির অন্যতম প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব মনিরুল হক জর্জ, ছিলেন পাখিকে গবেষক শাজাহান সরদার, নারী নেত্রী সেলিমা বেগম। আরও ছিলেন চিন্তাবিদ আবুল হাসান, শিক্ষক সফিকুল ইসলাম সহ আরও অনেকে।
ছিল অনেক সুস্বাদু খাবার, চা, কফি এবং গল্প করার ব্যবস্হা। এই গল্প যাতে শেষ না হয় সেই প্রত্যাশা নিয়ে সবাই আবার মিলিত হবার আশায় যে যার গাড়িতে উঠে গেলেন। ।
মিঃ এবং মিসেস শওকত দম্পতির মত সবাই "পঞ্চম পাঠাগারের" অপেক্ষায়।যাওয়ার সবাই বললেন, "এগিয়ে যাও, অজ-বাংলা কমিউনিটি কানেক্ট"। এগিয়ে যাও আশিক রহমান আশ এবং মোঃ শহিদুল আলম কামাল। আমরা তোমাদের সাথে আছি।