avertisements 2

প্রশান্ত পাড়ের দেশ অস্ট্রেলিয়াতে আগাম বাংলা নববর্ষ উদযাপন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:৫৫ পিএম, ৬ এপ্রিল,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৯:৫১ এএম, ১৮ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

সিডনির এক ঝাঁক প্রত্যয়ী ও প্রগতিশীল রমনীদের নতুন সংগঠন- "আমাদের কথা" বর্ষবরণ করলো সিডনির অদূরে ইঙ্গেলবার্নরিসার্ভএ | করোনা প্রকোপের কারণে বঙ্গবন্ধু কউন্সিলের অলিম্পক পার্কের ও বঙ্গবন্ধু পরিষদ সিডনি আয়োজিত ফেয়ারফিল্ড শো গ্রাউন্ডের বৈশাখী মেলা বাতিল করা হয়েছে | এমনি অবস্থায় এই নারী সংগঠনটি স্বল্প পরিসরে হলে বাংলা নববর্ষ পালনের উদ্যোগ গ্রহণ করে | বিশাল বনরাজি শোভিত ছায়া সুনিবিড় ইঙ্গেলবার্ন পার্কে রমনার বটমূলের আদলে মঞ্চ তৈরী করে ও মঙ্গল শোভাযাত্রার মতো করে চিত্রকর্ম দিয়ে সাজিয়ে অনুষ্ঠানমালা আয়োজন করে | 

সংগঠনের এডমিন: পূরবী পারমিতা ও মঞ্জুশ্রী মিতা

মরডারেটর : নিলুফা ইয়াসমীন, কিশোয়ার সুলতানা, দীপান্বিতালোপা, 

সার্বিক সহায়তায় :

শাম্মী আহমেদ

প্রনত বড়ুয়া

মাইনুল ইসলাম সুমন

আবদুল্লাহ আল মামুন

সাঈদ মারুফ

সংগঠনের মূল চালিকা শক্তি - পূরবী পারমিতা বোসের সঞ্চালনায়, তিশা তানিয়া, চিনু দাস, মুনা মোস্তফা, নিলুফা ইয়াসমিন ও আরো একঝাঁক প্রত্যয়ী তরুণীদের  অংশগ্রহণে  "এসো হে বৈশাখ এসো এসো" আবাহন দিয়ে অনুষ্ঠান সূচিত হয় | অনুষ্ঠানের বিশেষ উপস্থাপনা ছিলো বর্তমান প্রজন্মের কিশোর কিশোরীদের অংশগ্রহণে বাংলা গান, বাংলা গানের সাথে নাচ ও কবিতা আবৃত্তি | দুপুরে আগত সব অতিথিদের দেশজ খাবার, হরেক রকমের ভাজি, ভর্তা, সবজি, মাছের ঝোল, মুরগি ভুনা সহপ্রায় ২০ রকমের খাবার দিয়ে আপ্যায়ন করা হয় | মধ্যাহ্ন ভোজেরপরে শুরু হয় বড়োদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান | বিকেলে দেশজ পিঠা, পুলি, রসগোল্লা দিয়ে আরো একবারআপ্যায়ন করা হয় | বলা বাহুল্য এই সব খাদ্য দ্রব্যাদি আমাদেরকথা সংগঠনের সদস্যবৃন্দ নিজেরা তৌরি করে এনেছে | ধন্যবাদসিডনির রেনেসাঁ সংগঠন আমাদের কথা কে এমন একটি পরিশীলিত বর্ষবরণ উপহার দেয়ার জন্য 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2