avertisements 2

বইমেলায় অস্ট্রেলিয়া প্রবাসী লেখক মোঃ ইয়াকুব আলীর প্রথম বই 'নদীর জীবন'

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৩৪ পিএম, ৩ এপ্রিল,শনিবার,২০২১ | আপডেট: ০২:৫৬ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

অস্ট্রেলিয়া প্রবাসী লেখক মোঃ ইয়াকুব আলীর প্রথম বই 'নদীর জীবন' প্রকাশিত হয়েছে। বইটি মূলত লেখকের শৈশব কৈশোরের স্মৃতিকথা হলেও এতে উঠে এসেছে আবহমান গ্রাম বাংলার চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্য, পাশাপাশি স্থান পেয়েছে শহুরে সংস্কৃতির সাথে গ্রামীণ সংস্কৃতির সংঘাত ও সামঞ্জস্য। এই বইয়ের মূল উপজীব্য মানুষ এবং সময়ের সাথে সাথে মানুষের জীবনযাত্রার পরিবর্তন। তাই এই বই হয়ে উঠেছে একটা সময়ের দলিল। বইটি প্রকাশ করেছে 'প্র প্রকাশনী' আর প্রচ্ছদ করেছেন 'ব্রত রায়'। বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলার ১৯১ নং 'আনন্দম' এর স্টলে; চাইলে আপনি অনলাইনেও নিচের লিংকে অর্ডার করতে পারবেন। 

https://www.kablewala.com.bd/book-online-kablewala/publishers/category-1416/

বিষয়: লেখক

আরও পড়ুন

avertisements 2