avertisements 2

বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া উদ্যোগে জাতির পিতার জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৬:০৮ পিএম, ২১ মার্চ,রবিবার,২০২১ | আপডেট: ১২:১৬ পিএম, ১২ মে,রবিবার,২০২৪

Text

গত ২০ শে মার্চ ২০২১ বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন  করে ইঙ্গেলবার্নের গ্রেগ পার্সিভাল হলে | প্রচন্ড ঝড় বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে বঙ্গবন্ধু প্রেমিরা সেদিন একত্রিত হয়েছিলো | হল ছিলো কানায় কানায় পরিপূর্ণ | কোভিড নির্দেশনা মেনে অনেকেই হলের বাইরে লাউঞ্জে দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করেন | 

এ উপলক্ষে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, নিউ সাউথ ওয়েলস এর প্রিমিয়ার,  হাই কমিশনার, কনসাল জেনারেল ও ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল এর মেয়র শুভেচ্ছা বাণী প্রদান করেছেন | 

সংগঠনের সভাপতি ড. রতন কুন্ডুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের  হাই কমিশনার  | বিশেষ অতিথি হিসেবে সস্ত্রীক উপস্থিত ছিলেন কনসাল জেনারেল  | শতকণ্ঠে বাংলাদেশের ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় | এতে সংগঠনের বয়স্ক ও শিশু শিল্পীরা অংশগ্রহণ করে | এর পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করে শোনানো হয় | মূল নিবন্ধ পাঠ করেন ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকঃ ড. কাইয়ুম পারভেজ | নির্ধারিত আলোচনায় অংশগ্রহণ করেন উল্লঙ্গং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক  ড. খায়রুল চৌধুরী, ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকঃ ড. মাসুদুল হক, বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার সভাপতিঃ জনাব সিরাজুল হক | 


বিশেষ অতিথি  অনুষ্ঠানে আগত বীর মুক্তিযোদ্ধা  মিজানুর রহমান তরুণ, হেলাল উদ্দিন, শাহাদাৎ  হোসেন ও ওসমান গনিকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করেন | এর পর কিশোর কিশোরীরা  বিশেষ অতিথি হিসেবে আগত অন্যান্য অতিথি ও   ক্যাম্পবেলটাউন   সিটি কাউন্সিলের সম্মানিত মেয়র এর প্রতিনিধিকে পুষ্পস্তবক প্রদান করে |  কিশোর কিশোরীদের মধ্যে ইনাম তালুকদার, লামিস সাইয়েদ ও রাইসা হালিম স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধু ও বাংলাদেশের উপর বক্তব্য রাখে | 

মালিক সাফি জাকির মূল পরিকল্পনায় ও বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ায় সাংস্কৃতিক সম্পাদকঃ ফারিয়া নাজিমের সঞ্চালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের গান পরিবেশিত হয় | এতে অংশগ্রহণ করেন, ফারিয়া নাজিম, মিসেস রুনু রফিক, নিলুফা ইয়াসমিন, লামিয়া আহমেদ লুনিয়া, সীমা আহমেদ, রোমানা হক, ফাইজা কালাম রুবা ও অন্যান্য শিল্পীবৃন্দ | পূরবী পারমিতা বোসের দেশের গানের সাথে অপূর্ব কোরিওগ্রাফি, শিশু শিল্পী রুপন্তি ও প্রতিশ্রুতির ধ্রুপদী নৃত্য দর্শক শ্রোতাদের বিমুগ্ধ করেছে | 

সবশেষে সভাপতি, সংগঠনের সকল সদস্য, আগত অতিথি ও উপস্থিত শিশু কিশোরদের সাথে নিয়ে কেক কাটেন | তিনি এরপর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন | আগত সব অতিথিদের এর পর নৈশভোজে আপ্যায়ন করা হয় |

বিষয়:

আরও পড়ুন

avertisements 2