avertisements 2

মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যাম্বেলটাউন’ এর ‘ক্লিন আপ অস্ট্রেলিয়া ডে’ উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৮ এএম, ১৪ মার্চ,রবিবার,২০২১ | আপডেট: ০৯:২৫ এএম, ১৯ মে,রবিবার,২০২৪

Text

‘পরিবেশ সংরক্ষণে পরিবেশ দূষণ রোধ করতে হবে’ এই শ্লোগানে ‘মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যাম্বেলটাউন’ মিন্টোর বেনহাম ওভাল থেকে শুরু করে রেডফার্ন ওভাল এবং রনমুর কমিউনিটি সেন্টার এবং আশেপাশের অংশের পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহন করে। পরিচ্ছন্ন অভিযানে বিডিহাব, সিডনি এবং বাংলাদেশ এ্যাসোসিয়েশনও অংশগ্রহন করে।

একজন সাধারন অস্ট্রেলিয়ান ৩০ বছর পূর্বে তার নিজের ব্যাকইয়ার্ড পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে যে উদাহরন সৃষ্টি করেন তার ধারাবাহিকতায় প্রতিবছর পরিবেশ ‘সংরক্ষণে ক্লিন আপ অস্ট্রেলিয়া ডে’ কমিউনিটিতে একটি অনেক বড় ইভেন্ট হিসেবে পালন হয়ে আসছে।

ইয়ান কিয়ারনান, একজন সাধারন নাবিক, যিনি বিভিন্ন সময়ে ধারাবাহিকভাবে সমুদ্রে পরিবেশ দূষণ এবং রাবিশ দ্বারা দূষণের সম্মূখীন হয়ে অস্বস্তি বোধ করতেন। ইয়ান এবং তার সহযোগী কিম ম্যাকে তখন তাদের বন্ধু-বান্ধব এবং কমিউনিটির লোকজনদেরকে একত্রিত করে পরিবেশ দূষণ রোধে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ইয়ানের ১৯৯০ সালের ৭ মার্চ সেদিনের একটি কমিউনিটি ইভেন্ট আজ পুরো অস্ট্রেলিয়াতে ‘ক্লিন আপ অস্ট্রেলিয়া ডে’ হিসেবে পরিবেশ দূষণমুক্ত রাখতে অনুপ্রাণিত করে যাচ্ছে।

কমিউনিটি অর্গানাইজেশন হিসিবে ‘মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যাম্বেলটাউন’ ৭ মার্চকে তাদের ক্যালেন্ডারে অন্তর্ভূক্ত করে প্রতি বছর পরিবেশের দূষণ রোধকল্পে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে বলে সংগঠনের সভাপতি এবং সাধারন সম্পাদক যথাক্রমে এনাম হক এবং শফিকুল আলম শফিক দৃঢ়তা প্রকাশ করেন। সভাপতি অংশগ্রহনকারী মাহাবুব চৌধুরী, আবুল সরকার. হ্যারী অধিকারী, প্রকাশ হুমাগাইন, প্রামোদ ধিতাল, কাশফি আহাম্মেদ, আশিকুর রহমান এ্যাশ, পূরবী পারমিতা বোস, রহমত উল্লাহ, মুকুল চৌধুরী, মামুন আবদুল্লাহ, শার্মিলা বকতিয়া,রাসেল রহমান প্রমুখকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2