কচুয়ায় ফাতেমাতুজ জোহরা জামে মসজিদ পুনঃনির্মাণের উদ্বোধন করলেন ফয়সাল আজাদ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:০৯ পিএম, ৪ মার্চ,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১১:০২ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বাংলাদেশ আওয়ামী লীগ সিডনি শাখার, স্বদেশ বার্তা'র প্রধান সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুন সমাজ সেবক ফয়সাল আজাদ ইতোমধ্যে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায় সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের হৃদয় জয় করে নিয়েছেন।
এবার তিনি তাঁর জন্মস্থান চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মনপুরা বাতাবাড়িয়া বাজারস্থ ফাতেমাতুজ জোহরা জামে মসজিদের পুনঃনির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন ও শুভ উদ্বোধন করেছেন।
এ সময় তিনি তাঁর মায়ের নামে 'বেগম লুৎফেয়ারা এতিমখানা'র উন্নয়ন কাজেরও শুভসূচনা করেন।
এছাড়া মসজিদ ও এতিমখানার উন্নয়ন কাজের শুভসূচনায় মিলাদ মাহফিলের মাধ্যমে দোয়া ও কল্যাণ কামনা করা হয়।
মসজিদটির পুনঃনির্মাণের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম নূরুল আজাদের জ্যেষ্ঠপুত্র ফয়সাল আজাদ গতকাল সোমবার (১ মার্চ) বিকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে বক্তব্য রাখেন।
তিনি বলেন, আপনারা সবাই অবগত আছেন আমার প্রয়াত পিতা নূরুল আজাদ সাহেব জীবদ্দশায় সব সময় মানুষের পাশে থাকতেন এবং শিক্ষা ও ধর্মীয় উন্নয়ন কাজ করে গেছেন। আমিও বাবার পদ-চিহ্ন অনুসরণ করার প্রাণান্ত চেষ্টা করছি। আমার বাবা মরহুম নূরুল আজাদ ও মা বেগম লুৎফেয়ারার স্বপ্ন অনুযায়ী বাতাবাড়িয়া বাজার সংলগ্ন পুরাতন মসজিদ ভেঙ্গে অত্যাধুনিক একটি মসজিদ ও এতিমখানা নির্মাণের আজকে শুভসূচনা হলো। ইনশাল্লাহ মসজিদটি নির্মাণে আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।
মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধনীতে মরহুম নূরুল আজাদের ছোট ভাই আবুল বাশার, রুহুল আমিন, আলমগীর হোসেন, মরহুম নূরুল আজাদের ছোট ছেলে মো. কাইয়ুম আজাদ ও মামুন আজাদ অংশগ্রহণ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুল হান্নান মজুমদার, কাদলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক মো. হানিফ মিয়া, সমাজসেবক দেলোয়ার হোসেন, মুমিন মজুমদার, বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আবুছেনা মোস্তফা ইকবাল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামছুজ্জামান, ইউনিয়ন যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মো.আমির হোসেন, ৫৭নং মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো.বিল্লাল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিন প্রধান, মেম্বার প্রার্থী কাউছার আহমেদ, কাদলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রত্যাশী মো. রাসেল প্রধানসহ প্রমুখ গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, মসজিদ ও এতিমখানার উন্নয়ন কাজের উদ্বোধন শেষে স্বদেশ বার্তা'র প্রধান সম্পাদক ফয়সাল আজাদ ১৩৭ নং বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
এছাড়া তিনি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি পদে দায়িত্ব পাওয়ায় ম্যানেজিং কমিটির সকল সদস্যদের সাথে মতবিনিময় করে সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।