মালিটিকালচারাল সোসাইটি ক্যাম্বেলটাউনে'র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:৩৩ পিএম, ৩ মার্চ,
বুধবার,২০২১ | আপডেট: ১১:৫৪ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
গত ২৮ ফেব্রুয়ারী রবিবার ২০২১ সিডনির স্থানীয় একটি রেঁস্তোরায় মালিটিকালচারাল সোসাইটি, ক্যাম্বেলটাউন এর নির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।সংগঠনটির সভাপতি এনাম হকের সভাপতিত্বে বিভিন্ন কমিউনিটির প্রতিনিধি এবং সংগঠনের নির্বাহী কমিটির দায়িত্বশীলগন উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করেন এবং নিউ সাউথ ওয়েলস্ এ কোভিড-১৯ প্যানডেমিকের সময়ে সংগঠনের কমিউনিটির পাশে দাঁড়ানো এবং নিউ সাউথ ওয়েলস্ পার্লামেন্ট কর্তৃক সাহসী কাজ করার স্বীকৃতিস্বরূপ সংগঠনকে দেয়া কোভিড-১৯ হিরো এ্যাওয়ার্ডের ভূয়সী প্রশংসা করা হয় এবং কমিউনিটির জন্য কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ক্যাম্বেলটাউন কাউন্সিল এই বছর কমিউনিটিতে কাজ করার জন্য অস্ট্রেলিয়া ডে উপলক্ষ্যে কমিউনিটি গ্রুপে মাল্টিকালচারাল সোসাইটিকে ফাইনালিস্ট এ্যাওয়ার্ড প্রদান করায় ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের মেয়র জর্জ বিটিসিভিককে নির্বাহী কমিটির সদস্যগন ধন্যবাদ জ্ঞাপন করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে কাউন্সিলের সংগে এক হয়ে কমিউনিটির স্বার্থে কাজ করারও প্রস্তাব গৃহীত হয়।
সভা এবছরের জুনে মালিটিকালচারাল এন্ড হারমনি ডে, অক্টোবরে ডমেস্টিক ভায়োলেন্স উপর সেমিনার, নভেম্বরে ক্লিন আপ ডে এবং রক-ফিশিং এবং সতর্কতা বিষয়ক সেমিনার আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।