avertisements 2

সিডনিতে 'আমাদের কথা' সংগঠনের আয়োজনে বসন্ত উৎসব অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:২৩ পিএম, ২৩ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০১:৩৫ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

গত ২০ ফেব্রুয়ারি সিডনির ইঙ্গেলবার্নে  প্রবাসী বাঙালিদের অংশগ্রহণে বসন্ত উৎসবকে ঘিরে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। 
সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক কেন্দ্রিক সংগঠন ‘আমাদের কথা’ নামের একটি নারী সংগঠন এই পারিবারিক আড্ডা অনুষ্ঠানটির আয়োজন করে।

বাঙালির উৎসবের ঋতু বসন্তকে বরণ করে নিতে প্রবাসে বাংলা ভাষাভাষীরা আনন্দোৎসব আয়োজন করে। সুনীল নির্মল আকাশের নিচে নানা রংয়ের ফুল দিয়ে সাজানো মঞ্চ আর উপস্থিত সকলের বসন্তের রং হলুদ পোশাকে মুখরিত একটি দিন ছিল।

অনুষ্ঠানে বড়দের পাশাপাশি প্রধান আকর্ষণ ছিল প্রবাসে বসবাসরত শিশু কিশোরদের বাংলায় গান, নাচ ও কবিতা আবৃত্তি পরিবেশনা।

Previous Next
 

এছাড়াও অনুষ্ঠানে ছিল পিঠা-পায়েস-মোয়া-নাড়ু ও রকম ফলসহ বিভিন্ন দেশীয় খাবারের সমারোহ। প্রবাসীদের মাঝে নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সাথে পরিচিত করা এবং প্রবাসী জীবনে কিছু সময়ের জন্য দেশীয় আমেজে পরিবার নিয়ে সময় কাটানোর জন্যই মূলত গ্রুপটির এই আয়োজন।
অনুষ্ঠানে সিডনির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন কারণ তাদের সহধর্মিনীরাও এই গ্রুপের সদস্য।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যম্পেলটাউনের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক এনাম হক,  ক্যান্টাবারি সিটি কাউন্সিলের কাউন্সিলর মোহাম্মদ শাহে জামান টিটু, ,বাসভূমি টেলিভিশনের কর্নধার আকিদুল ইসলাম, আলোকিত নারীর  পরিচালক শামীমা সুমি, ফাগুন হাওয়া সিডনির সভাপতি তিশা তানিয়া ,সম্পাদিকা সাজেদা আক্তার সানজিদা ও  আরও উপস্থিত ছিলেন স্বদেশ বার্তা পত্রিকার স্বত্বাধিকারী সুমী আজাদ,  লেইসফিতার স্বত্তাধিকারী তাম্মী পারভেজ ও মাসুদ পারভেজ,মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যম্পেলটাউনের  হরি অধিকারী সহ  অন্যান্য সূধীজন।


অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন পূরবী পারমিতা বোস ও মঞ্জুশ্রী মজুমদার, উপস্থাপনায় কিশোয়ার সুলতানা,সহযোগিতায় নীলুফার ইয়াসমিন। শব্দ পরিচালনা ও সাজসজ্জায় শাম্মী আহমেদ, আবদুল্লাহ আল মামুন,মইনুল হাসান।
অনুষ্ঠান শেষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও গ্রুপের সকল সদস্যদের উপস্থিতিতে গ্রুপের নাম সংবলিত কেক কাটার মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2