avertisements 2

ফাগুন হাওয়া ইনক অস্ট্রেলিয়ার আয়োজনে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৪৫ এএম, ২১ ফেব্রুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০৯:২৮ পিএম, ১৮ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

ফাগুন হাওয়া ইনক অস্ট্রেলিয়ার আয়োজনে সিডনিতে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব । মাতৃভূমি ছেড়ে যাঁরা প্রবাসে বসবাস করেন তাঁদের কাছে বসন্ত উৎসব  তাৎপর্যপূর্ণ। ফাগুন হাওয়া ইনক অস্ট্রেলিয়ার অন্যতম উদ্যোক্তা তিশা তানিয়ার অপরিসীম উদ্যোগ ও অক্লান্ত পরিশ্রমের ফলে সংগঠনের সকল সদস্য ও শুভানুধ্যায়ী বন্ধুরা মিলে উপহার দিল সুন্দর একটি আয়োজন। এই অনুষ্ঠানের উদ্দেশ্য ও লক্ষ্য নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। যাতে প্রবাসের মাটিতে আমাদের নতুন প্রজন্ম বাংলা সংস্কৃতিকে ধরে রাখতে পারে। চিরন্তন বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার অক্লান্ত প্রয়াসে তাঁর এ প্রচেষ্টা।

বসন্তের রঙের সাথে মিল রেখে "ফাগুন হাওয়া " তাদের থিম কালার হিসেবে সমস্ত সাজসজ্জায়  এবং প্রতিটা অংশ জুড়েই সবুজ হলুদের রং এ রাঙানোর চেষ্টা করে। বাংলাদেশের ঐতিহ্য ধরে রেখে বিভিন্ন খাবার সেখানে ছিল খাবার পরিবেশন আকর্ষনীয় করে তুলতে  প্রতিটি খাবার দেশীয় কলাপাতা  স্টাইলে পরিবেশন করা হয় । অনুষ্ঠানে দেশীয় পিঠা, পুলি মিষ্টি হরেক রকম খাবারে ভরপুর ছিল।যার মধ্যে রকডেল ফুসকা হাউজের খাবারের মধ্যে মোগলাই ছিল অন্যতম।চারিদিকে ছিল রং বে রং  এর ফেস্টুন আর বাঙালি সংস্কৃতির ছোয়া।ফেস্টুন তৈরিতে আর রং তুলিতে অনুষ্ঠানটি  সহযোগিতা করছেন হেমা রেজওয়ান, ফারিয়া প্রমি, তামমি পারভেজ, বেলায়েত এবং জাহিদ হোসেন, মোমিনুল মোমিন, আবদুস সামাদ, নিতু ও এনামুল
প্রাকৃতিক মনোরম পরিবেশে অনুষ্ঠান উপস্হিত হিল শায়ার কাউন্সিলের ডেপুটি মেয়র রিনা জেঠি, ক্যান্টাবেরী ব্যাংকসটাউন কাউন্সিলের কাউন্সিলর জর্জ জাকিয়া, সাবেক কাউন্সিলর শাহে জামান টিটু 
-
অনুষ্ঠানের পক্ষ থেকে ফাগুন হাওয়া সভাপতি  তিশা তানিয়া "ফাগুন হাওয়া" র সদস্য ও শুভানুধ্যায়ী  উদ্দেশ্য বলেন,  কভিড-১৯ এর কারনে সবাইকে অনুষ্ঠানে আমরা সবাইকে আমন্ত্রণ করতে পারি নি বলে আন্তরিক ভাবে দুঃখিত , ইনশাআল্লাহ আমরা আমাদের পরবর্তি অনুষ্ঠানে সবাইকে নিয়ে করার চেষ্টা করব।
তাছাড়া ফাগুন হাওয়ার সম্পাদিকা সাজেদা আক্তার সানজিদা  জানান আমরা কমউনিটির সবাই কে নিয়ে সম্মিলিতভাবে প্রতিবছর বসন্ত মেলা আয়োজিত করার আশা করছি এবং নতুন প্রজন্মকে বাংলাদেশি এতিহ্যের সাথে পরিচিত করায় আমাদের অন্যতম একটা লক্ষ্য।
অনুষ্ঠানে  আরো উপস্হিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েসন অব অস্ট্রেলিয়া সাবেক সভাপতি ফাগুন হাওয়ার অন্যতম শুভান্যুধায়ী ফারুক খান , অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক বিশিষ্ট ব্যাবসায়ী মোবারক হোসেন  অস্ট্রেলিয়া সাবেক সভাপতি বিএনপির মনিরুল হক জর্জ,  অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাঃ সম্পাদক পি এস চুন্নু,বাসভুমির পরিচালক আকিদুল ইসলাম,রহমতউল্লাহ,নাজমুল হক, মাহবুবুর রহমান, মডেল সালমিন সুলতানা তানহা প্রমুখ।

এছাড়া বক্তব্য রাখেন অনুষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক টি এম এ্যলাইএনস এর কর্নধার বাহলুল আলম।

 

Previous Next
 

অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা করেন সিডনির বিশিষ্ট আলোক চিত্র শিল্পী এলান খান , উর্মি , হেমা রেজাওয়ান, নুসরাত তানজিনা, প্রমি, মাসুদ পারভেজ,রানা, জাহিদ হোসেন, সুকান্ত, এনামুল, সুমন, ছবি, সম্পা, পূরবী, মিলি, সুমি আজাদ, সীমা, শারমিন, আইরিন,অনুপমা,ফারজানা ডল,নাহার পলি সহ আরো অনেকে।

সবশেষে ফাগুন হাওয়ার কোষাধ্যক্ষ পপি খান সবাইকে ধন্যবাদ দিয়ে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2