সিডনিতে বিডি হাবের আয়োজনে অস্ট্রেলিয়া ডে উদযাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০৮ পিএম, ২৮ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৯:০৩ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
২৬ জানুয়ারী অস্ট্রেলিয়ার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। অস্ট্রেলিয়ায় এক সময় বৃটেন তাদের দখলকৃত বিভিন্ন ভূমি থেকে বিদ্রোহীদের এনে আটকে রাখতো। এদের মধ্যে যাদের মধ্যে হিংস্রতা কম ছিলো তারা এই বিশাল দ্বীপে মুক্ত ছিলো এবং যারা হিংস্র ছিলো তাদেরকে আটকে রাখা হতো। মুক্তদের আনন্দদানের নিমিত্তে তাদের এই দ্বীপে আগমনের দিনটি আনন্দোৎসব হিসেবে উজ্জাপন শুরু হয়েছিলো। আজ এই দিনটি অস্ট্রেলিয়ানদের সবার। এই দিনে সকল অস্ট্রেলিয়ান যারা এই দেশটিকে গড়তে অবদান রেখেছেন বা রাখছেন তাদেরকে স্মরণ করা হয়, সম্মানিত করা হয়।
এই দিনে স্টেট গভর্নমেন্ট, লোকাল কাউন্সিল, কমিউনিটি অর্গানাইজেশন, ফেমিলিজ এবং ফ্রেইন্ডস নানান উৎসবের আয়োজন করে। BDHuB Sydney সদ্য প্রতিষ্ঠিত বাংলাদেশী কমিউনিটির অন্যতম মিলনকেন্দ্রে পরিনত হয়েছে। এই সংগঠনটি বাংলাদেশ এবং এদেশের সকল জাতীয় দিবসগুলো উজ্জাপন করতে শুরু করেছে। তারা স্থান করে দিচ্ছে অন্যান্য কমিউনিটি সংগঠনগুলোকে আনন্দোৎসবে মিলিত হতে। গত ২৬ জানুয়ারী Australia Day উজ্জাপন উপলক্ষ্যে সিডনির মিন্টোতে বিডিহাব প্রাঙ্গনে সকাল ১০টায় আমন্ত্রিত কমিউনিটির সকল সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের জাতীয় পতাকা এবং বিডিহাবের নিজস্ব পতাকা উত্তলনের মধ্য দিয়ে দিনটির সূচনা করা হয়।
আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দিনব্যাপী বারবিকিউ পার্টি দিয়ে কমিউনিটির এক বিশাল মিলনমেলা এবং আনন্দমেলায় পরিনত হয়। কমিউনিটির এই বিশেষ উদ্যোগে অংশগ্রহন করেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর ডারসি লাউন্ড, কমিউনিটির সিনিয়র নেতা ড: নিজাম, এ্যাডভোকেট সিরাজুল হক, পি এস চুন্নু, বাংলাদেশ এ্যাসোসিয়েসনের সভাপতি মাহাবুব চৌধুরী, মাল্টিকালাচারাল সোসাইটির জেনারেল সেক্রেটারী এমডি শফিকুল আলম শফিক, হাবের সভাপতি আবুল সরকার, আব্দুল খান রতন, আবদুস সোবাহান, সাংবাদিক এবং সামাজিক সংগঠক আবু তারিক, আতিকুর রহমান, নারী নেত্রী সেলিমা বেগম, কাশফি আহম্মেদ, আশিকুর রহমান এ্যাশ, ব্যবসায়ী কবির হোসেন, জাকির হোসেন, জনাব আরজু, এ্যাডভোকেট বুলবুল, জনাব খসরু, জনাব হায়দার প্রমুখ। পুরো অনুষ্ঠানের তত্বাবধানে ছিলেন হাবের সংগঠক শফিক শেখ, মো: টিপু, নীরব, মিঠু এবং শওকত।
বিশিষ্ট সংগীত শিল্পী মো: বাচ্চু উপস্থিত মিলনমেলাকে তার সংগীতে মাতিয়ে তোলেন। বিডিহাব সভাপতি এবং সাধারন সম্পাদক আবুল সরকার এবং আব্দুল খান রতন ২১ ফেব্রুয়ারী বিশ্ব মাতৃভাষা দিবস এবং ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস পালনের ঘেষনা দিয়ে উপস্থিত সবাইকে অংশগ্রহনের আমন্ত্রণ জানান।