মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি অস্ট্রেলিয়ার মিলন মেলা বনভোজন ও র্যালী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫২ পিএম, ২৪ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৪:৩২ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়াএবং অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বনভোজন ও র্যালী ২০ শে ডিসেম্বর ২০২০ সিডনিস্থ কোগরার স্হানীয় একটি পার্কে অনুষ্ঠিত হয়। বিজয় দিবস এবং বাংলাদেশের স্বাধীনতার ৪৯ তম দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক সাবেক এম পি রাশেদা বেগম হীরা।
বিএনপি অস্ট্রেলিয়ার ভিন্নধর্মী নবীন প্রবীনের এই মিলন মেলায় অনুষ্ঠানের শুরুতে স্বাধীনতা উদযাপন কমিটির আহবায়ক ও সিনিয়র সহ সভাপতি কুদরত উল্লাহ লিটন আমন্ত্রণ জানান প্রবীন নেতা বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি মোঃ দেলোয়ার হোসেন,বিএনপি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা সদস্য এম এ ইউসুফ শামীম, বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মোঃ মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ ,সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নাসিম উদ্দিন আহম্মেদ , সহ সভাপতি মোবারক হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার কামরুল ইসলাম শামীম,যুবদলের সভাপতি ইয়াসির আরাফাত সবুজ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এএনএম মাসুম, যুবদলের সাধারণ সম্পাদক খাইরুল কবির পিন্টু, বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক একেএম মাহবুব তালুকদার রিপন, নিউসাউথ ওয়েলস বিএনপি সভাপতি এস এম রানা সুমন,স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মৌহাইয়েন খান মিশু, যুবদলের সাংগঠনিক সম্পাদক ওজিয়া শিশু কিশোর মেলার সভাপতি মোহাম্মদ জাকির হোসেন রাজু,যুবদল নিউসাউথ ওয়েলসের সভাপতি শেখ সাইফ, মন্জুরুল আলম ভুলু, খাইরুল কবির শান্ত,মোহাম্মদ কামরুজ্জামান ,জিয়াউল হক ভুঁইয়া , তফাজ্জল হোসেন সহ অসংখ্য পরিবার বাচ্চারা অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষন ছিল জিয়া শিশু কিশোর মেলার চিএাংকন প্রতিযোগিতা ।শিশুরা বাংলাদেশের স্মৃতি শৌধ , মানচিত্র , জিয়াউর রহমানের ছবি সহ অসংখ্য চিএাংকন করেন । প্রতিযোগিতা শেষে বাচ্চাদেরকে এবং মহিলাদের মিউজিকাল চেয়ারে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহযোগিতা করেন জিয়া শিশু কিশোর মেলা অস্ট্রেলিয়া ।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সকল শহীদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।অনুষ্ঠানের শেষ পর্বে যুবদলের উদ্যোগে বিজয় র্যালী কারস বুশ পার্ক থেকে রকডেল হয়ে লাকেম্বা গিয়ে শেষ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি