দেশে মসজিদে বিস্ফোরণের ঘটনায় অস্ট্রেলিয়ান হাইকমিশনের শোক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৪৭ এএম, ৭ সেপ্টেম্বর,সোমবার,২০২০ | আপডেট: ১২:৩১ এএম, ২৩ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
নারায়ণগঞ্জের ফতুল্লার বায়তুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণে ২৪ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন।
রোববার (৬ সেপ্টেম্বর) হাইকমিশন এক বার্তায় এ শোক প্রকাশ করে।
এতে বলা হয়, নারায়ণগঞ্জের ফতুল্লার বায়তুস সালাত জামে মসজিদে মর্মান্তিক বিস্ফোরণে নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি অস্ট্রেলিয়া হাইকমিশন গভীর সমবেদনা জানাচ্ছে। আমরা আশা করছি দগ্ধরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
প্রসঙ্গত, ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ইতোমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। বাকিদের আবস্থাও আশঙ্কাজনক।