অনলাইনে সাড়া ফেলেছে প্রবাসী কন্ঠ শিল্পী মিঠুর মিউজিক ভিডিও ‘দূরে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৬ এএম, ১৫ ডিসেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০৯:২৯ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
অনলাইনে ভালোই সাড়া ফেলেছে সিডনি প্রবাসী কণ্ঠশিল্পী মিঠু'র স্বপ্নর নতুন একক ‘দূরে’ গানটির মিউজিক ভিডিও। শিল্পীর নিজের লেখা ও সুরে ‘দূরে’ গানটির ভিডিও নির্মাণ করেছেন ফাহাদ আসমার। গানটি ইউটিউবে প্রকাশ করেছে বাংলাদেশের শীর্ষ অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন।
এর আগে গত ২৯ নভেম্বর রোববার স্থানীয় সময় দুপুর ১টায় সিডনির ব্যাঙ্কস টাউনস্থ লেমনগ্রাস থাই রেস্টুরেন্টে ‘দূরে’ গানটির মিউজিক ভিডিও আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।সিডনিতে বসবাসরত প্রবাসী কণ্ঠশিল্পীসহ সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতারা কেক কেটে মিউজিক ভিডিওটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বাংলা ব্যান্ড সংঙ্গীতে মিঠু স্বপ্ন জনপ্রিয় একটি নাম। বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সে নিয়মিত সংঙ্গীত পরিবেশন করে থাকে। নব্বই দশকের শেষদিকে ফাল্গুন মিউজিকের ব্যানারে র একক অ্যালবাম বাজারে আসে। সে সময় আধুনিক গানে তার দু’টি গান টপ চার্টে স্থান পায়।