ক্যাম্পেলটাউনে ন্যাশনাল ডিজএবিলিটি ইনসিউরেন্স স্কীম এর ওপর সেমিনার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৯ পিএম, ১৪ ডিসেম্বর,সোমবার,২০২০ | আপডেট: ১১:৫৮ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
গত ১৩ ডিসেম্বর ২০২০, শনিবার, দুপুর ১২:০০ টায় ক্যাম্পেলটাউন আর্ট সেন্টারে মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যাম্পেলটাউন এবং ‘আইডিয়াস’ এর যৌথ উদ্যোগে ন্যাশনাল ডিজএবিলিট ইনসিউরেন্স স্কীমের ওপর এক গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেশন এবং সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ক্যাম্পেলটাউন সিটি কাউন্সিলের মেয়র জর্জ বিটিসিবিকের পক্ষে কাউন্সিলর বেন গিলহোলম সূচনা বক্তব্য রাখেন। মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যাম্পেলটাউনের জেনারেল সেক্রেটারী শফিকুল আলম শফিক তাদের সোসাইটির কার্যক্রমের সংক্ষিপ্ত বর্ননা করেন এবং কমিউনিটি কিভাবে এনডিআইএস এর সুবিধা পেতে পারে, ‘আইডিয়াস’ কমিউনিটিকে কিভাবে সহযোগিতা করতে পারে সে সম্পর্কেও বিস্তারিত বলেন।
এনডিআইএস লোকাল এরিয়া কো-অর্ডিনেটর মার্জারী এনডিআইএস সম্পর্কে বিস্তারিত ইনফর্মেশন বর্ননা করেন এবং উপস্থিত সকলের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
মধ্যন্হ ভোজের পরে ‘আইডিয়াস’ এর কো-অর্ডিনেটর হিমাদ্রি ডেকা তাদের সংগঠন এনডিআইএস সরবরাহকৃত সুবিধাদি পেতে কমিউনিটিকে কি ধরনের সহযোগিতা করতে পারেন সে সম্পর্কে বিস্তারিত বলেন।
মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যাম্পেলটাউনের অরগানাইজিং সেক্রেটারী আশিক রহমান এ্যাশ অংশগ্রহনকারীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে সেমিনারের সমাপ্তি করেন।
সেমিনারে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যাম্পেলটাউনের সভাপতি এনাম হক, ভাইস প্রেসিডেন্ট প্রকাশ হুমিগাইন, জয়েন্ট সেক্রেটারী আসমা আলম কাশফি, ট্রেজারার হ্যারী আধিকারী, নির্বাহী সদস্য রহমত আলী, বিডি হাবের সভাপতি আবুল সরকার, মোঃ ভূঁইয়া , ড: অলিউর রহমান, কামাল পাশা, প্রমোদ, নাসিম আহাম্মদ, হাবিবুর রহমান, শাহীন, রেজানুর প্রমুখ।