avertisements 2

অজ-বাংলা কমিউনিটি কানেক্টর উদ্যোগে ম্যাকূরী ফিল্ডে স্ট্রিট লাইব্রেরির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৭ এএম, ৭ ডিসেম্বর,সোমবার,২০২০ | আপডেট: ০৫:২১ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

 

গত  ৫ই ডিসেম্বর শনিবার  সিডনির ম্যাকূরী ফিল্ডে  সামাজিক সংগঠন অজ-বাংলা কমিউনিটি কানেক্ট উদ্যোগে একটি  স্ট্রিট লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে। ম্যাকুয়ারি ফিল্ডস নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত রাজ্য সংসদ সদস্য  অনুলাক চানটিভং এই  স্ট্রিট লাইব্রেরিটি উদ্বোধন করেন।  এই সময় অজ-বাংলা কমিউনিটি কানেক্টর পক্ষে আশিক রহমান এ্যাশ , কামাল পাশা,  ক্যাম্পব্যালটাউন মাল্টিকালচারাল সোসাইটির সভাপতি  এনাম হক,সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম বিডি কমিউনিটির সভাপতি আবুল সরকার, মহাবুব চৌধুরী, মোবারক হোসেন, ভূঁইয়া , কায়সার , মিলি ইসলাম মিঃ ও মিসেস লি, হাজী দেলোয়ার, প্রমাদ,  মহোসিন সহ অনেকে উপস্থিত ছিলেন।

এই সময় কমিউনিটি নেতারা আশেপাশের অঞ্চলগুলোর অধিবাসীদের বই পড়া  উৎসাহিত করতে ক্যাম্পব্যালটাউন অঞ্চলে আরো কয়েকটি স্ট্রিট লাইব্রেরি স্থাপন করার আশাবাদ ব্যাক্ত করেন।

বিষয়: লাইব্রেরি

আরও পড়ুন

avertisements 2