avertisements 2

সিডনিতে বিডি কমিউনিটি হাব নামের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:২২ পিএম, ২৩ নভেম্বর,সোমবার,২০২০ | আপডেট: ০৯:৩৯ পিএম, ১৮ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

গত ২২ সে নভেম্বর ২০২০ প্রশান্তপাড়ের বাঙালিরা দীর্ঘ দিনের প্রতীক্ষিত একটি কম্যুনিটি সেন্টারের রূপরেখা ও ভবিষতে করণীয়বিষয়ে একটি মত বিনিময় সভার আয়োজন করে | বিডি কমিউনিটি হাব নামের এই সংগঠনটি সারা অস্ট্রেলিয়ায় এই প্রথমবারের মতো একটি নিজস্ব কমিউনিটি সেন্টারের দীর্ঘ দিনের লালিত স্বপ্ন বাস্তবায়নে কাজ শুরু করলো | 
দীর্ঘদিনের পরীক্ষিত ও প্রত্যয়ী সংগঠক আবুল সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারেক খান রতনের সঞ্চালনায় সিডনির সব রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, সাংবাদিক ও বুদ্ধিজীদের অংশগ্রহণে মত বিনিময় সভাটি একটি সার্বজনীন সভার গৌরব অর্জন করে | 

Previous Next
 
সভায় বক্তারা নতুন সংগঠনের রূপরেখা, আদর্শ, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন | আপামর বাঙালির লালিত এ স্বপ্ন যেনো চিরঞ্জীব হয় এজন্য আগত অতিথিরা তাঁদের অকুন্ঠ সহযোগিতা ও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন |

বিষয়:

আরও পড়ুন

avertisements 2