avertisements 2

বিএনপি অস্ট্রেলিয়ার উদোগে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ আগস্ট,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ১০:৪৫ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

বিএনপির চলমান এক দফার আন্দোলনে পুলিশ কতৃক হামলার প্রতিবাদে এবং  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান ও জুবাইদা রহমান এর বিরুদ্ধে মিথ্যা মামলায়,  রায় বাতিলের দাবীতে বিএনপি অস্ট্রেলিয়ার উদোগে এক মানব বন্ধনও বিক্ষোভ সমাবেশ ০৬ ই আগষ্ট রোজ রবিবার ২০২৩ সিডনির বাংলাদেশী অধ্যুসিত লাকেম্বায় রেলওয়ে স্টেশনের পাশে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়ার অর্ন্তবর্তীকালীন কমিটির আহ্ববায়ক মোঃমোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবুল হাছানের পরিচালনায় অতিথি হিসাবে বক্তব্যে রাখেন মানবাধিকার সংগঠক অধ্যাপক শিবলী আব্দুল্লাহ,বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী স্বপন,উপদেষ্টা মন্ডলীর সদস্য ডাক্তার আব্দুল ওহাব বকুল, যুগ্ম আহ্ববায়ক একেএম ফজলুল হক শফিক,মুন্নী চৌধুরী মেধা, এএনএম মাসুম, আব্দুস সামাদ শিবলু, খাইরুল কবির পিন্টু, জনতার কবিয়াল রাহাত শান্তানু, একেএম কামরুজ্জামান,মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জাহিদুর রহমান,মোহাম্মদ নাসির আহম্মেদ,মো.নৌশাদ আলী,মোহাম্মদ জাকির হোসেন রাজু,মো.কুদ্দুসুর রহমান,মোহাম্মদ আনোরুজ্জামান ,এসএম  খালেদ, বিএ রাজু,এডভোকেট আব্দুল মমিন, আশরাফুল আলম, মোহাম্মদ বাচ্চু, শীমা আক্তার, নাজনীন খানম, মাহবুব রহমান সর্দার মামুন, লিন্টাস পেরেরা,অসীত গোমেজ, সূধন যোসেফ ক্রশ, মাহবুবুল হক দুলাল,আমিনুল ইসলাম রিপন ,মোহাম্মদ শহিদুল্লাহ,নূর মোহাম্মদ মাসুম,শাকিব হাসান,মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ।
শিবলী আব্দুল্লাহ বলেন,তারেক রহমানকে নির্বাচনে অযোগ্য করার জন্য বিচার  বিভাগকে কুক্ষিত করে এই রায় দেওয়া হয়েছে। তাই আমরা অবিলম্বে এই অবৈধ শেখ হাসিনা সরকারের পদত্যাগ দাবী জানাচ্ছি ।

নেতৃবৃন্দ বলেন,সরকার পতনে বিরোধী দলগুলোর এক দফার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকার আদালতকে ব্যবহার করছে। এই লক্ষ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে। এই সময়ে এ রায়টা কেন? মূলত দেশের মানুষ যখন পরিষ্কার করে ঘোষণা দিয়েছে, এখন আর অন্য কোনো দাবি নয়, দাবি সরকারের পদত্যাগ। ঠিক তখনই এক দফা দাবিকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্যেই তারেক রহমানের বিরুদ্ধে এ রায়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2