সিডনিতে তাবিথ আউয়ালের সাথে বিএনপি অস্ট্রেলিয়ার মত বিনিময়
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১২:০০ এএম, ১২ জুলাই,
বুধবার,২০২৩ | আপডেট: ১২:১৯ পিএম, ৫ ফেব্রুয়ারী,
বুধবার,২০২৫
অস্ট্রেলিয়া সফররত বিএনপি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য তাবিথ আউয়ালের সাথে এক মত বিনিময় সভা গত ০৯ই জুলাই সিডনির লাকেম্বাস্থ স্হানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে বিএনপি অস্ট্রেলিয়ার উদোগে অনুষ্ঠিত হয়।মত বিনিময় সভায় সিডনি বিভিন্ন পেশাজীবি সহ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়ার অর্ন্তবর্তীকালীন কমিটির আহ্ববায়ক মোঃ মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবুল হাছানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে তাবিথ আউয়াল। অতিথি হিসাবে বক্তব্যে রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি মনিরুল হক জর্জ,প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক ভূইয়া, সাবেক আহ্ববায়ক মোঃ দেলওয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী স্বপন,মানবাধিকার সংগঠক অধ্যাপক শিবলী আব্দুল্লাহ, সাংবাদিক সালেহ উদ্দিন, ক্যাম্বেলটাউন সিটি কান্সিলর ইব্রাহিম খলিল মাসুদ,সাবেক কাউন্সিলর শাহে জামান টিটু,বিএনপি অস্ট্রেলিয়ার উপদেষ্টা এডভোকেট নাসির উল্লাহ ,ডাঃ আব্দুল ওহাব বকুল,কাউন্সিলর সাজেদা আক্তার সানজিদা, নিউ সাউথ ওয়েলস স্টেট প্রার্থী এএনএম মাসুম, বিএনপি অস্ট্রেলিয়ার অর্ন্তবর্তীকালীন কমিটির যুগ্ম আহ্ববায়ক মুন্নি চৌধুরী মেধা, এডভোকেট মোবারক হোসেন,জাহাঙ্গীর আলম,মোহাম্মদ কামরুজ্জামান,গোলাম রাব্বী শুভ্র ,ইন্জিনিয়ার মিনহাজ উদ্দিন,জাহিদুর রহমান,মোহাম্মদ নাসির আহম্মেদ,মো.নৌশাদ আলী,মোহাম্মদ জাকির হোসেন রাজু,মো.কুদ্দুসুর রহমান,মোহাম্মদ আনোরুজ্জামান ,শাহজাহান সেলিম বুলবুল,এসএম খালেদ,আবু বকর সিদ্দিক, বিএ রাজু প্রমূখ ।