avertisements 2

অস্ট্রেলিয়া বিএনপির ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ৫ জুলাই, বুধবার,২০২৩ | আপডেট: ১০:৪৫ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

বিএনপির চেয়ারপারসন  বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে প্রবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা এবং ঈদ পূনর্মিলনীর অনুষ্ঠান ০২ রা জুলাই সিডনিস্থ লাকেম্বা ইউনাইটেড হলে অনুষ্ঠিত হয়।
বিএনপি অস্ট্রেলিয়ার অর্ন্তবর্তীকালীন কমিটির আহ্ববায়ক মোঃ  মোসলেহ  উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবুল হাছানের পরিচালনায় অতিথি হিসাবে বক্তব্যে রাখেন সাবেক সভাপতি মনিরুল হক জর্জ,প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এনামুল হক ভূইয়া,সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী স্বপন, উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ডা. আব্দুল ওহাব বকুল,যুগ্ম আহ্ববায়ক একে এম ফজলুল হক শফিক,মুন্নি চৌধুরী মেধা, কামরুল হাসান আজাদ,এডভোকেট মোবারক হোসেন,এএনএম মাসুম,আব্দুস সামাদ শিবলু,আব্দুল মতিন উজ্জ্বল,মোহাম্মদ কামরুজ্জামান,বেলাল হোসেন ঢালী,মিয়া রাকিবুল আলম অপু,ইন্জিনিয়ার মিনহাজ উদ্দিন,কামরুল ইসলাম,মোহাম্মদ নাসির আহম্মেদ ,মোহাম্মদ জাকির হোসেন রাজু,মো.কুদ্দুসুর রহমান,শাহজাহান সেলিম বুলবুল।
আর ও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্ববায়ক এসএম  খালেদ,আবু বকর সিদ্দিক,লিন্টাস পেরেরা,বিএ  রাজু,মোহাম্মদ বাচ্চু,মাহবুবুর রহমান সর্দার মামুন,আব্দুল করিম,নূর মোহাম্মদ মাসুম,মতিয়ার রহমান,অসিত গোমেজ, সুধন যোসেফ ক্রুশ, আমিনুল ইসলাম রিপন মৃধা,খোরশেদ আলম,আব্দুর রহমান খান পিয়াল,আমিনুল ইসলাম,মাহবুবুল হক দুলাল,সাইফুল ইসলাম,মোহাম্মদ সাহজাহান, মোহাম্মদ কামাল হোসেন, গোলাম মোস্তাফা,ফারুক হোসেন,কবির হোসেন, আশরাফুল আলম, ফখরুল আলম প্রমুখ। 
কোরআন তেলোয়াতের মধ্যে অনুষ্ঠানের শুরুতেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও স্থায়ী কমিটর সদস্য অধ্যাপক ডক্টর খন্দকার মোশারফ হোসেনের শারিরিক সুস্থতায় বিশেষ দোয়া করা হয়।

নেতৃবৃন্দ দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র  রক্ষায় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের জন্য অস্ট্রেলিয়া থেকে আন্দোলনের ঘোষনা দেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2