avertisements 2

বিবিপিএ ব্যাডমিন্টন টুর্নামেন্টে'র নতুন চ্যাম্পিয়ন রেজা ও রিফাত জুটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ জুন,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৭:২২ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

গত ২৫ জুন  রোববার সিডনিতে বাংলাদেশ ব্যাডমিন্টন প্লেয়ার্স এসোসিয়েশন আয়োজিত বাৎসরিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। লাকেম্বার পেরিপার্কে দিনব্যাপি আয়োজিত এবারের আসরের শিরোপা জয় করছেন রেজা ও রিফাত জুটি। এই জুটি বিগত পঞ্চমবারের  অপরাজিত চ্যাম্পিয়ন রবিন এবং রাকেশ জুটিকে পরাজিত করে চমক সৃষ্টি করেন।

খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই এসোসিয়েশনের প্রেসিডেন্ট শামীম হোসেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে অভিনন্দন জানান। এসোসিয়েশনের পক্ষ থেকে স্পন্সর,ভলেন্টিয়ারদের  বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  লিবারেল পার্টি থেকে এমপি পদ প্রার্থী জিল্লুর রশিদ ভূঁইয়া, ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী সহ ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজক নেতৃবৃন্দ ,স্পন্সর, অংশগ্রহণকারী খেলোয়াড় ও তাদের পরিবার, সাংবাদিক ও অন্যান্য অতিথিরা। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2