avertisements 2

ওয়েস্টার্ন সিডনিতে অনুষ্ঠিত হল পিঠা ও ঈদ উৎসব ২০২৩

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ জুন,শুক্রবার,২০২৩ | আপডেট: ১০:৪৫ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সাথে গত ১৮ জুন রবিবার  ওয়েস্টার্ন সিডনির মাউন্ট ড্রোট হাবে অনুষ্ঠিত হল পিঠা ও ঈদ উৎসব ২০২৩। এতে নিউ সাউথ ওয়েলস সংসদ সদস্য এডম্যান্ড এটালা, ব্ল্যাকটাউন কাউন্সিলের কাউন্সিলর  মানিন্দর সিং, সুজান ব্যান্জামিন, লিভিংস্টন সহ কমিউনিটির অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ  উপস্থিত ছিলেন। 
কোরবানী ঈদকে সামনে রেখে  বাংলাদেশের হরেক রকম পিঠা, পোশাক, জুয়েলারী ও মেহেন্দিসহ বাংলাদেশী, ইন্ডিয়ান, পাকিস্তানী ও আরবিক কালচারের স্টল সাজিয়ে বিক্রেতারা যেমন আগ্রহ নিয়ে বসেছিল, তেমনি সিডনির বিভিন্ন সাবার্ব থেকে ছেলেমেয়েদের নিয়ে তরুন ও বয়স্ক সকল বয়সের মানুষের উপস্থিতি ছিল। সেরা স্টল নির্বাচনের জন্য কাউন্সিলর ব্যান্জামিন ও কাউন্সিলর লিভিংস্টন বিচারকের দায়িত্ব পালন করেন। এবারের "সেরা স্টল - পোশাক" ট্রফি জিতে নেয় "উয়ংস অফ ফ্যাশন" বুটিকস এবং "সেরা স্টল -ফুড" ট্রফি জিতে নেয় মিসেস নাজনিন স্নিগ্ধ। সন্ধ্যার দিকে বিজয়ীদেরকে পুরস্কার তুলে এই উৎসবের আয়োজক ভয়েস অফ বাংলাদেশ নেটওয়ার্ক অষ্ট্রেলিয়ার কর্মকর্তারা। তাছাড়াও এই উৎসবের গোল্ডেন স্পনসর ইউনিকো কন্ট্রাক্শানকে এপ্রিসিয়েশন ট্রফি দেয়া হয়। সকাল এগারটা থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত এই উৎসব চলে। সবশেষে স্পনসর সহ সকল স্টল মালিক ও ভলান্টিয়ার্সকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2