অস্ট্রেলিয়ায় ঈদুল আজহা ২৮ ও ২৯ জুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ২০ জুন,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ১২:১৯ পিএম, ৫ ফেব্রুয়ারী,
বুধবার,২০২৫
পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া মুসলিম সংগঠনগুলো।অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল জানিয়েছে, আগামী ২৮ জুন (বুধবার) অস্ট্রেলিয়ায় ঈদ আজহা উদযাপিত হবে।এক বিবৃতিতে ফতোয়া কাউন্সিল জানিয়েছে, অ্যাস্ট্রোনমিক্যাল গণনার ওপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে পরের দিন অর্থাৎ ২৯ জুন ঈদ পালন করবেন চাঁদ দেখা কমিটির অনুসারীরা। খালি চোখে চাঁদ দেখার ওপর নির্ভর করে সিদ্ধান্ত দেয় অস্ট্রেলিয়ার মুন সাইটিং।
মসজিদ কমিটি ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ঈদের জামাতের আয়োজন করা হচ্ছে। বৃষ্টি হলে খোলা মাঠে বৃহৎ আকারে না করে একাধিক জামাত আদায় করা হতে পারে মসজিদে বা কোনো হল রুমে।