অস্ট্রেলিয়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:১৫ এএম, ৯ নভেম্বর,সোমবার,২০২০ | আপডেট: ০২:০৩ পিএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
ঐতিহাসক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়ার উদ্যোগে এক আলোচনা সভা ৮ই নভেম্বর সিডনির লাকেম্বাস্থ একটি ফাংশন সেন্টারের অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মো.মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি মোঃদেলোয়ার হোসেন।
বিএনপি অস্ট্রেলিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের সভাপতি ইয়াসির আরাফাত সবুজের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা বিএনপি অস্ট্রেলিয়ার সিনিয়র সহ সভাপতি কুদরত উল্লাহ লিটন, বিএনপি অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নাসিম উদ্দিন আহম্মেদ ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তারেক উল ইসলাম তারেক, বিএনপি অস্ট্রেলিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মোঃ কামরুল ইসলাম শামীম,স্বেচ্ছাসেবক দলের সভাপতি এএন এম মাসুম, নিউসাউথ ওয়েলস বিএনপির সভাপতি এসএম রানা সুমন। আরো বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মৌহাইমেন খান মিশু,বিএনপির যুব বিষয়ক সম্পাদক জেবল হক জাবেদ, মানবাধিকার সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ ,যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন রাজু,আব্দুল করিম,আব্দুল মজিদ, নূর মোহাম্মদ খান মাসুম , নিউসাউথ ওয়েলস যুবদলের সভাপতি শেখ সাইদ, মতিউর রহমান, জাহিদ আবেদীন ,গোলাম রাব্বী শুভ,এম ডি কামরুজ্জামান,জসিম উদ্দিন, কুদ্দুসুর রহমান , নাসির উদ্দিন বাবুল প্রমুখ৷ ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ দেলোয়ার হোসেন বলেন, এই মহান দিনে আমি দেশবাসীকে আহ্বান জানাই, যে চেতনায় উদ্বুদ্ধ হয়ে ১৯৭৫ সালে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছিলেন ,সেই একই চেতনাকে বুকে ধারণ করে খালেদা জিয়াও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও দেশের স্বাধীনতা রক্ষায় আবার সুদৃঢ় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে কুদরত উল্লাহ লিটন বলেন, ১৯৭৫ সালে ৭ই নভেম্বর না হলে আওয়ামী কখনো আর বাংলাদেশে আওয়ামীলীগ নামে রাজনীতি করতে পারতোনা।
সভাপতির বক্তব্যে মোঃ মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ বলেন, বাংলাদেশে আজ কোন গণতন্ত্র নাই মানুষের ভোটাধিকার নাই ।তাই দেশনায়ক জননেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষায় আরেকটি বিপ্লবের অপেক্ষায় ১৭ কোটি জনগন ।