সিডনির বাঙালী পাড়া খ্যাত লাকেম্বায় করোনা সংক্রমন, সতর্কতা জারী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:৪৫ এএম, ১৩ অক্টোবর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০৪:৫৬ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
সিডনির লাকেম্বার এটুজেড মেডিকেল সেন্টারের এর দুজন ডাক্তার রোগীর সংস্পর্শে এসে করোনা পজিটিভ হয়েছেন বলে জানা গেছে। সেন্টারে কর্মরত সকল কর্মী আইসোলেশনে চলে গেছে। ১ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ২.৩০ থেকে সাড়ে ৩ টার মধ্যে, শুক্রবার অক্টোবর ৯ তারিখ দুপুর ৩ টা থেকে সাড়ে ৪ টার মধ্যে এবং শনিবার ১০ অক্টোবর এটুজেড মেডিকেল সেন্টারের যারা গিয়েছিলেন তাদের সকলকে সেলফ আইসোলেশনে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে এবং উপসর্গ দেখা দিলে কোভিড টেস্ট করতে পরামর্শ দেওয়া হয়েছে।
একই সাথে, পাশের ঈশরা মেডিকেল সেন্টারে যারা ৫ অক্টোবর সন্ধ্যা ৭.১৫ থেকে ৭.৪০ মধ্যে গিয়েছেন তাদের সকলকে ও সেলফ আইসোলেশনে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে এবং উপসর্গ দেখা দিলে কোভিড টেস্ট করতে পরামর্শ দেওয়া হয়েছে।